শিশুদের জ্বর ১০৩° হলে এটি বেচ গুরুতর এবং উদ্বেগের ব্যাপার। জ্বর ১০৩° বা তার থেকে বেশি হলে একটি শিশুর শারিরীক অবস্থা বেশ ঝুকিপূর্ণ হয়ে যায়। সে অবস্থায় শিশুর চিকিৎসার জন্য বেশ দ্রুত পদক্ষেপ নিতে হয়। এমতাবস্থার মোকাবেলা করতে আমরা জানতে চাই শিশুর জ্বর ১০৩° হলে করণীয় কি এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। শিশুর জ্বর ১০৩° হলে আমাদের কি করণীয় এ সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
শিশুর জ্বর ১০৩° হলে করণীয় কি ?
বিভিন্ন কারনেই শিশুদের জ্বর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভাইরাস এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ। শিশুর জ্বর ১০৩° হলে তার চিকিৎসায় আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। চলুন জেনে নিই শিশুর জ্বর ১০৩° হলে করণীয় গুলো সম্পর্কে।
নিচে শিশুর জ্বর ১০৩° হলে কি কি করণীয় তা উল্লেখ করা হলো: