আমাদের মধ্যে যাদের এলার্জি রয়েছে তাদের অনেক সাবধানতার সহিত থাকতে হয়। কেননা একটু অসচেতন হলে বিভিন্ন জিনিস বা খাবার থেকে আমাদের শরীর এলার্জি দ্বারা আক্রান্ত হয়ে যায়। স্কিন এলার্জি হলে সাধারণত ত্বকে চুলকানি হয়ে ফুসকুড়ি পরে যায় এবং তীব্র যন্ত্রণার সৃষ্টি করে। তাই আমরা এর দ্রুত প্রতিকারের ব্যবহার করতে চাই। এজন্য আমরা জানতে চাই স্কিন এলার্জি ঔষধ এবং স্কিন এলার্জি ক্রিম এর নাম সম্পর্কে।
স্কিন এলার্জি ক্রিম এর নাম।
স্কিন এলার্জি যা আমাদের চারপাশের কম বেশি সকলেরই হয়ে থাকে। স্কিন এলার্জি এর প্রথম লক্ষণ হলো শরীরে অনবরত চুলকানির সৃষ্টি হওয়া। তবে চুলকানি সাধরণত বিভিন্ন সময় বিভিন্ন কারনেই হতে পারে। যদি এলার্জির প্রতিক্রিয়া হিসেবে ত্বকে চুলকানি হয় তবে সেটি চুলকানি থেকে ধীরে ধীরে ত্বকের মধ্যে ফুসকুড়ি পরে যায়।
যা দেখতে গোল বৃত্তের মতো দেখায় এবং তা ৩-৪ ঘন্টার মধ্যে ত্বক থেকে মিলিয়ে যায় কিন্তু চুলকানির ফলে তৈরি হওয়া দাগ থেকে যায়। তবে পরবর্তী কিছু সময় পরে আবার তীব্র চুলকানি হতে পারে। ত্বকে এলার্জি হলে এটি প্রতিরোধ করতে আমরা কিছু ক্রিম ব্যবহার করতে পারি। এর ফলে চুলকানি দূর হওয়ার পাশাপাশি চুলকানির ফলে তৈরি হওয়া দাগও দূর হয়ে যাবে।
স্কিন এলার্জি ক্রিম এর নাম গুলো নিচে উল্লেখ করা হলো:
- Ezex Cream – ইজেক্স ক্রিম
- Fungidal Cream – ফানজিডাল ক্রিম
- Togent Cream – টোজেন্ট ক্রিম
- Alivio Extra – অ্যালিভিও এক্সট্রা
- Tocoderm Plus Cream – টোকোডার্ম প্লাস মলম
- Salobet Oinment Cream – সালোবেট অয়েনমেন্ট ক্রিম
- Pevisone Cream – পেভিসোন ক্রিম
উল্লেখিত এ ঔষধ গুলো ত্বকের এলার্জি দূর করতে বেশ দারুণ ভাবে কার্যকরী হয়ে থাকে। ত্বকে এলার্জি হলে এবং এলার্জি কারনে চুলকানি হলে এ ঔষধ গুলোর যেকোন একটি প্রয়োগ করতে পারেন।
স্কিন এলার্জি ক্রিম এর মূল্য।
উপরে আমরা আলোচনা করেছি স্কিন এলার্জি ক্রিম এর নাম সম্পর্কে। এখন আমরা জানবো স্কিন এলার্জি ক্রিম ঔষধ এর মূল্য সম্পর্কে।
উল্লেখিত স্কিন এলার্জি ক্রিমের মূল্য নিচে তুলে ধরা হলো:
- ইজেক্স ক্রিম ( Ezex Cream ): একটি ২৫ গ্রাম ইজেক্স ক্রিমের মূল্য ৭৫ টাকা।
- ফানজিডাল ক্রিম ( Fungidal Cream ): একটি ১৫ গ্রাম ফানজিডাল ক্রিমের মূল্য ৫৫ টাকা।
- টোজেন্ট ক্রিম ( Togent Cream ): একটি ১০ গ্রাম টোজেন্ট ক্রিমের মূল্য ৩৫ টাকা।
- অ্যালিভিও এক্সট্রা ( Alivio Extra ): অ্যালিভিও এক্সট্রা এর ১৫ গ্রাম ক্রিমের মূল্য ৯৫ টাকা এবং ২৫ গ্রাম ক্রিমের মূল্য ১২০ টাকা।
- টোকোডার্ম প্লাস মলম ( Tocoderm Plus Cream ): একটি ১৫ গ্রাম টোকোডার্ম প্লাস ক্রিমের মূল্য ১০০ টাকা।
- সালোবেট অয়েনমেন্ট ক্রিম ( Salobet Oinment ): একটি ১৫ গ্রাম সালোবেট অয়েনমেন্ট ক্রিমের মূল্য ১৪০ টাকা।
- পেভিসোন ক্রিম ( Pevisone Cream ): একটি ১০ গ্রাম পেভিসোন ক্রিমের মূল্য ৭০ টাকা।
উল্লেখিত এ স্কিন এলার্জি ক্রিম গুলো যেকোনো ফার্সিতে পেয়ে যাবেন। তবে সময় এবং স্থান বেধে উল্লেখি এ ঔষধ গুলোর মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।
স্কিন এলার্জি ঔষধ এর ব্যবহার বিধি।
একটি ঔষধ থেকে রোগ নির্মূলের কার্যকরী ফলাফল পেতে সে ঔষধটির সঠিক ব্যবহার করতে হয়। তাই এখন আমরা জানবো উল্লেখিত স্কিন এলার্জি ক্রিম গুলোর ব্যবহার বিধি সম্পর্কে।
নিচে স্কিন এলার্জি ক্রিমের ব্যবহার বিধি উল্লেখ করা হলো:
ইজেক্স ক্রিম ( Ezex Cream )
- ইজেক্স এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে এবং সন্ধায় ২ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে একবার ব্যবহার করতে হবে।
ফানজিডাল ক্রিম ( Fungidal Cream )
- ফানজিডাল এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দৈনিক ৪ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ব্যবহার করতে হবে।
পড়ুন: কোন কোন ডালে এলার্জি আছে?
টোজেন্ট ক্রিম ( Togent Cream )
- টোজেন্ট এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৪ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ব্যবহার করতে হবে।
অ্যালিভিও এক্সট্রা ( Alivio Extra )
- অ্যালিভিও এক্সট্রা এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩/৪ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ব্যবহার করতে হবে।
টোকোডার্ম প্লাস মলম ( Tocoderm Plus Cream )
- টোকোডার্ম প্লাস এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে এবং সন্ধায় ২ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে একবার ব্যবহার করতে হবে।
সালোবেট অয়েনমেন্ট ক্রিম ( Salobet Oinment )
- সালোবেট অয়েনমেন্ট এ ক্রিমটি চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে দিনে একবার প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
পেভিসোন ক্রিম ( Pevisone Cream )
- পেভিসোন এ ক্রিমটি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকালে এবং সন্ধায় ২ বার চুলকানি বা ফুসকুড়ি পরা স্থানে প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে একবার ব্যবহার করতে হবে।
উল্লেখিত নিয়ম অনুসারে এ ক্রিম গুলো ব্যবহার করলে খুব দ্রুত সময়ের মধ্যে স্কিন এলার্জি নিরাময় হতে শুরু করবে।
স্কিন এলার্জির লক্ষণ কি ?
আমাদের শরীরে এলার্জি বিভিন্ন কারনেই হতে পারে। যেমন খাবার, ঔষধ, বিভিন্ন পোকামাকড়ের কামড় এবং কসমেটিক্স বা অলংকার থেকে এলার্জি হতে পারে।
এলার্জির লক্ষণ গুলো শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে দেখা দিতে পারে। যার ফলে আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরে স্কিন এলার্জি হলে বেশ কিছু লক্ষণ ফুটে উঠে তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
স্কিন এলার্জি লক্ষণ গুলো হলো:
- স্কিন এলার্জি হলে সাধারণত আমাদের ত্বক লাল বর্ণের হয়ে যায়।
- স্কিন এলার্জির প্রতিক্রিয়া হিসেবে ত্বকে প্রচুর পরিমানে চুলকানির সৃষ্টি হয়।
- স্কিন এলার্জি হলে ত্বকে ছোট ছোট র্যাশ পরে যায় বা ফুসকুড়ি পরে যায়।
- যা আবার ৩ – ৪ ঘন্টা পরে মিলিয়ে যায় কিন্তু দাগ থেকে যায়।
- স্কিন এলার্জির প্রতিক্রিয়া হিসেবে ত্বকের বিভিন্ন অংশ ফোলে যেতে পারে।
- স্কিন এলার্জি হলে ত্বক সবসময় শুষ্ক এবং খসখসে হয়ে যায়।
- স্কিন এলার্জি হলে ত্বকে ফোস্কার চিহ্ন দেখা দিতে পারে।
উপরে উল্লেখিত এ লক্ষণ গুলোর একটি বা কয়েকটি লক্ষণ যদি আপনার শরীরে দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি স্কিন এলার্জি দ্বারা আক্রান্ত হয়েছেন। তাই স্কিন এলার্জি থেকে বাঁচতে এ লক্ষণ গুলো দেখে সঠিক সময়ে চিহ্নিত করতে হবে এবং অতিবিলম্বেএর প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করতে হবে।
বাচ্চাদের এলার্জির ক্রিম এর নাম।
মানব শরীরে যেকোনো বয়সেই এলার্জি হতে পারে। আমাদের দেশে দেখা যায় বড়দের তুলনায় শিশুরা সবচেয়ে বেশি এলার্জি দ্বারা আক্রান্ত হয়। শিশুদের মধ্যে সদ্যঃপ্রসূত শিশুদের ক্ষেত্রে এলার্জি প্রবনতা বেশি দেখা যায়। এ শিশুদের বিভিন্ন কারনে এলার্জি হয়ে থাকে এমনকি গরম কাপড় থেকেও এলার্জি হয়ে থাকে।
বাচ্চাদের এলার্জি হলে দ্রুত এর প্রতিকার না করলে এলার্জির ভয়াবহতা তীব্র হতে পারে। বাচ্চাদের এলার্জি হলে সাধারণত ত্বকে চুলকানি হয়ে ফুসকুড়ি পরে। তাই ফুসকুড়ির দাগ এবং এলার্জি দূর করতে ক্রিম বা মলম বেশ কার্যকরী হয়ে থাকে। তাই এখন আমরা জানবো বাচ্চাদের স্কিন এলার্জি ক্রিম এর নাম সম্পর্কে।
নিচে বাচ্চাদের এলার্জি ক্রিম এর নাম গুলো উল্লেখ করা হলো:
- ওম্নিডার্ম ক্রিম ( Omniderm Cream )
- টপিকর্ট ক্রিম ( Topicort Cream )
- পেভিসোন ( Pevison )
- টোজেন্ট ক্রিম ( Togent Cream )
- ফানজিডাল ( Fungidal )
উল্লেখিত ক্রিম গুলো বাচ্চাদের এলার্জি এবং ফুসকুড়ি পরার ফলে ত্বকে যে দাগ পরে যায় তা দূর করতে বেশ কার্যকরী।
শরীরে ফুসকুড়ি কেন হয় ?
বিভিন্ন কারনেই শরীরে ফুসকুড়ি হতে পারে। শরীরে মাঝে মধ্যে ফুসকুড়ি পরা একাটি সাধারন সমস্যা। তবে শরীরে ফুসকুড়ি পরার ফলে যে দাগ গুলো হয়ে থাকে তার জন্য আমাদের বেশ সমস্যায় পরতে হয়। বেশ কিছু কারনে আমাদের শরীরে ফুসকুড়ি হয়ে থাকে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
শরীরে ফুসকুড়ি পরার কারন গুলো হলো:
স্কিন এলার্জি
স্কিন এলার্জি হলে ত্বকের বিভিন্ন অংশে প্রচুর চুলকানির সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পরে সে জায়গায় ফুসকুড়ি পরে যায়। তাই ফুসকুড়ি এবং এর দাগ শরীর থেকে নিরাময় করতে স্কিন এলার্জি ক্রিম ব্যবহার করতে হবে।
ক্ষতিকর পোকামাকড়
বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ বা কমড়ের ফলে শরীরে গোল বৃত্তের ন্যায় ফুসকুড়ি পরে যেতে পারে।
ডারমাটাইটিস রোগ
ত্বকের বিভিন্ন সমস্যার কারনে যেমন একজিমা সোরিয়াসিস এবং ডারমাটাইটিস রোগের কারনে ত্বকে ফুসকুড়ি পরে যায়। এ রোগ গুলোর কারনে শরীরে ফুসকুড়ি পরলে দ্রুত তা নিরাময় করতে চিকিৎসা গ্রহন করতে হবে।
ব্যাকটেরিয়া এবং ভাইরাস
ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত সংক্রমণের কারনেও শরীরে ফুসকুড়ি হতে পারে।
আবহাওয়া
অনেক সময় দেখা যায় হটাৎ অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারনেও শরীরে ফুসকুড়ি হতে পারে।
মাঙ্কিপক্স
কেউ যদি মাস্কিপক্সে আক্রান্ত হয়ে থাকে তাহলে সেখান থেকে সারা শরীরে ফুসকুড়ি হতে পারে। এ রোগটি হলে অতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
চিকেনপক্সে
তাছাড়া কেউ যদি চিকেনপক্সে আক্রান্ত হয় তাহলে তার সারা শরীরে ফুসকুড়ি পরে যায় এবং তা ভয়াবহ রূপ ধারণ করে থাকে।
শরীরে ফুসকুড়ি পরা একটি সাধারণ সমস্যা হলেও কোনো কোনো সময় তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শরীরে ফুসকুড়ি পরলে তা সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ সহিত এটি নিরাময় করতে হবে।