গলা ব্যাথার ঔষধের নাম এবং দাম।

গলা ব্যথা যা আমাদের সকলের কাছেই একটি যন্ত্রণাদায়ক রোগ। গলা ব্যথা হলে আমাদের ঢোক গিলতে এবং খাবার গ্রহণে বিরূপ প্রভাব ফেলে। গলায় ব্যথা হলে আমাদের সারাক্ষণ অস্তিত্ব বোধ হয়ে থাকে। তাই আমরা এ গলার ব্যথা দ্রুত নিরাময় করতে চাই। এজন্য আমরা জানতে চাই সবচেয়ে দ্রুত কার্যকরী গলা ব্যথার ঔষধ এর নাম সম্পর্কে। এই পোস্টে গলা ব্যাথার ঔষধের নাম সহ দাম এবং ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

গলা ব্যাথার ঔষধের নাম এবং ব্যবহার বিধি।

গলা ব্যথা হয়ে থাকে মূলত টনসিলের সংক্রমণের কারনে। টনসিল হলো আমাদের গলার একটি রোগ প্রতিরোধে ব্যববস্থা। সাধারনত ধুলোবালি, ধুমপান, এলার্জি এবং আবহাওয়া জনিত সমস্যার কারনে টনসিলে সংক্রমণ হয়ে থাকে। এ টনসিল সংক্রমণের প্রতিক্রিয়া হিসেবে আমাদের শরীরে ঠান্ডা বা সর্দি কাশি, জ্বর, গলার নিচে ফোলে যাওয়া সহ গলায় ব্যথা হয়ে থাকে।

টনসিল সংক্রমণের ফলে কখনো কখনো গলার ব্যথা অনেক তীব্র হয়ে থাকে। যার ফলে আমাদের বেশ অস্বস্তিতে পরতে হয়। তাই আমরা এটি দ্রুত নিরাময় করতে চাই। তাই আমরা জানতে চাই দ্রুত গলা ব্যথা কিভাবে নিরাময় করব এবং গলা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে।

নিচে কয়েকটি গলা ব্যাথার ঔষধের নাম উল্লেখ করা হলো:

  1. এ-ফেনাক ৫০ মি.গ্রা. ( A-Fenac 50 mg )
  2. ফেনাডিন ১৮০ ( Fenadin 180 mg )
  3. জিরোডল পি ১০০ ( zerodol P 100 mg )
  4. রোলাক ১০ মি.গ্রা. ( Rolac 10 mg )
  5. ডক্সিকেপ ১০০ ( Doxicap 100 mg )
  6. সলিভো ৫০০ ( Solivo 500 mg )
  7. ই ফিক্স ১০০ মি.গ্রা. ( E fix 100 mg )
  8. নাপা এক্সটেন্ড ৬৫০ ( Napa Extend 650 mg )
  9. মোক্সাসিল ৫০০ ( Moxacil 500 mg )
  10. টামেন টার্বো ৫০০ ( Tamen Turbo 500 mg )
  11. ডক্সিভা ২০০ ( Doxiva 200 mg )
  12. ডক্সিন ১০০ ( Doxin 100 mg )
  13. এইস এক্স আর ৬৬৫ ( Ace XR 665 mg )
  14. ডেসলর ৫ ( Deslor 5 mg )
  15. প্রিভাস ২০ ( Prevas 20 mg )

গলায় ব্যথা হলে উল্লেখিত ঔষধ গুলোর যেকোন একটি বা দুটি ঔষধ এক সঙ্গে সেবন করলে খুব দ্রুত গলা ব্যথা নিরাময় হয়ে যাবে।

গলা ব্যাথার ঔষধের এর দাম।

উপরে আমরা জেনেছি গলা ব্যাথার ঔষধের নাম সম্পর্কে। এখন আমরা জানবো উল্লেখিত গলা ব্যথার ঔষধ এর গুলোর মূল্য সম্পর্কে।

উল্লেখিত ঔষধ গুলোর মূল্য নিচে তুলে ধরা হলো:

  • এ-ফেনাক ৫০ মি.গ্রা. ( A-Fenac 50 mg ): এ-ফেনাক ৫০ এর এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ৫০ টাকা।
  • ফেনাডিন ১৮০ ( Fenadin 180 mg ): ফেনাডিন ১৮০ এর এক পাতার মূল্য ১০০ টাকা।
  • জিরোডল পি ( zerodol P ): জিরোডল পি এর এক পাতার মূল্য ১০ টি ট্যাবলেট বা এক পাতার মূল্য ১১০ টাকা।
  • রোলাক ১০ মি.গ্রা. ( Rolac 10 mg ): রোলাক ১০ এর এক পাতা বা ১৪ টি ট্যাবলেটের মূল্য ১৬৮ টাকা।
  • ডক্সিকেপ ১০০ ( Doxicap 100 mg ): ডক্সিকেপ ১০০ এর এক পাতার মূল্য ২২ টাকা।
  • সলিভো ৫০০ ( Solivo 500 mg ): সলিভো ৫০০ এর এক পাতা বা ৬ টি ট্যাবলেটের মূল্য ৯০ টাকা।
  • ই ফিক্স ১০০ মি.গ্রা. ( E fix 100 mg ): ই ফিক্স ১০০ এর এক পাতার মূল্য ১২০ টাকা।
  • নাপা এক্সটেন্ড ( Napa Extend 650 mg ): নাপা এক্সটেন্ড ৬৫০ এর এক পাতা বা ১২ টি ট্যাবলেটের মূল্য ২৪ টাকা।
  • মোক্সাসিল ৫০০ ( Moxacil 500 mg ): মোক্সাসিল ৫০০ এর এক পাতার মূল্য ৭৫ টাকা।
  • টামেন টার্বো ৫০০ ( Tamen Turbo 500 mg ): টামেন টার্বো ৫০০ এক পাতার মূল্য ৩০ টাকা।
  • ডক্সিভা ২০০ ( Doxiva 200 mg ): ডক্সিভা ২০০ এর এক পাতার মূল্য ৮০ টাকা।
  • ডক্সিন ১০০ ( Doxin 100 mg ): ডক্সিন ১০০ এর এক পাতার মূল্য ২২ টাকা।
  • এইস এক্স আর ৬৬৫ ( Ace XR 665 mg ): এইস এক্স আর ৬৬৫ এর এক পাতার মূল্য ২০ টাকা।
  • ডেসলর ৫ ( Deslor 5 mg ): ডেসলর ৫ এর এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ৫০ টাকা।
  • প্রিভাস ২০ ( Prevas 20 mg ): প্রিভাস ২০ এর এক পাতার মূল্য ৫০ টাকা।

উল্লেখিত গলা ব্যথার ঔষধ গুলোর মূল্য জায়গা বেধে কিছুটা তারতম্য হতে পারে।

গলা ব্যথার সিরাপ এর নাম।

এতোক্ষণ আমরা জেনেছি গলা ব্যাথার ঔষধের নাম এব দাম সম্পর্কে। চলুন এখন জেনে নেওয়া যাক গলা ব্যথার সিরাপ এর নাম সম্পর্কে।

নিচে গলা ব্যথার কয়েকটি সিরাপের মূল্য উল্লেখ করা হলো :

  1. টুসপেল ( Tuspel Syrup ) সিরাপ
  2. পেনভিক ফোর্ট ( Penvik Forte Syrup ) সিরাপ
  3. ডেক্সট্রিম ( Dextrim Syrup ) সিরাপ
  4. মক্সাক্লেভ ১০০ মিলি ( Moxaclav Syrup ) সিরাপ
  5. মোক্সাসিল ( Moxacil Syrup ) সিরাপ
  6. ডক্সিভা ( Doxiva Syrup ) সিরাপ
  7. এইস ১০০ মিলি ( Ace Syrup ) সিরাপ
  8. ডেক্সপোটেন ( Dexpoten Syrup ) সিরাপ
  9. তুস্কফ ( Tuscof Syrup ) সিরাপ
  10. এডোভাস ( Adovas Syrup ) সিরাপ

উল্লেখিত এ সিরাপ গুলো গলা ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী ঔষধ। এ সিরাপ গুলো ছোট বড় সকলেই সেবন করে পারবেন। এ সিরাপ গুলো প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার ২ চা চামচ করে খাওয়ার পরে সেবন করতে হবে।

পড়ুন: ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ

বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ২ চা চামচ করে খাওয়ার পরে সেবন করতে হবে। তবে ৬ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

গলা ব্যথার এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম।

গলা ব্যথা দীর্ঘ স্থায়ী বা গলা ব্যথা তীব্র হলে অনেক সময় সাধারণ গলা ব্যথার ঔষধে তা নিরাময় হয় না। ব্যথা তীব্র হলে গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে হয়। এতোক্ষন আমরা জেনেছি গলা ব্যাথার ঔষধের নাম এবং দাম সম্পর্কে। এখন আমরা জানবো গলা ব্যথার এন্টিবায়োটিক ট্যবলেটের নাম সম্পর্কে।

নিচে গলা ব্যথার এন্টিবায়োটিক ট্যাবলেটের নাম গুলো উল্লেখ করা হলো:

  1. ট্রাইডোসিল ৫০০ ( Tridosil 500 mg ) ট্যাবলেট
  2. জিম্যাক্স ৫০০ ( Zimax 500 mg ) ট্যাবলেট
  3. এজিথ্রাল ৫০০ ( Azithral 500 mg ) ট্যাবলেট
  4. রফিউক্লাভ ৫০০ ( Rofuclav 500 mg ) ট্যাবলেট
  5. টি-সেফ ২০০ ( T-Cef 200 mg ) ট্যাবলেট

গলায় ব্যথা তীব্র হলে সাধারণত ডাক্তাররা এ এন্টিবায়োটিক ঔষধ গুলো সেবনের নির্দেশ দিয়ে থাকে। এই ঔষধ গুলো সাধারণত দিনে একবার খাওয়ার পরে সেবন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এ এন্টিবায়োটিক গুলো সেবন করা একেবারেই নিষিদ্ধ। এ ঔষধ গুলো সেবনের ফলে বেশ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাই যেকোনো এন্টিবায়োটিক সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

গলা ব্যাথার ঔষধের নাম হোমিওপ্যাথি।

গলা ব্যথা হলে তা নিরাময় করতে হোমিওপ্যাথি ঔষধ বেশ কার্যকরী হয়ে থাকে। যদিও হোমিওপ্যাথি ঔষধ বেশ সময় নিয়ে রোগের বিরুদ্ধে তার প্রভাব বিস্তার করে। তবে হোমিও ঔষধ একটি রোগকে গোড়া থেকে নির্মূল করে দেয়। তাই গলা ব্যথা হলে আমরা অনেকে হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে চাই। নিচে গলা ব্যথার হোমিওপ্যাথি ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

গলা ব্যথার হোমিওপ্যাথি ঔষধ গুলো হলো:

  1. বেলাডিন ( Belladonna 30 CH ) হোমিওপ্যাথি
  2. ব্রায়োনিয়া আলবা ( Bryonia Alba ) হোমিওপ্যাথি
  3. আর্সেনিকাম অ্যালবাম ( Arsenicum Album ) হোমিওপ্যাথি
  4. কস্টিকাম ডিলিউসন ( Causticum Dilution ) হোমিওপ্যাথি
  5. আর্জেন্টাম মেটালিকাম ( Argentum Metallicum ) হোমিওপ্যাথি
  6. ক্যামোমিলা ( Chamomilla ) হোমিওপ্যাথি
  7. বেরিয়াম কার্বোনিকাম ( Barium Carbonicum ) হোমিওপ্যাথি
  8. ফেরাম ফসফোরিকাম ( Ferrum phosphorica ) হোমিওপ্যাথি
  9. অ্যালিয়াম সেপা ( Allium Cepa ) হোমিওপ্যাথি
  10. ড্রোসেরা রোটুন্ডিফোলিয়া ( Drosera Rotundifolia ) হোমিওপ্যাথি

গলা ব্যথার উল্লেখিত এ হোমিও ঔ গুলো গলা ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী হয়ে থাকে। গলা ব্যথা হলে উল্লেখিত ঔষধ গুলোর যেকোন একটি সঠিক নিয়মে সেবন করলে দ্রুত গলা ব্যথা নিরাময় হতে শুরু করবে।

বাচ্চাদের গলা ব্যাথার ঔষধের নাম।

ঠান্ডা বা সর্দি কাশির ফলে ছোট বাচ্চাদেরও গলায় ব্যথা হয়ে থাকে। ছোট বাচ্চাদের গলায় ব্যথা হলে খুব সতর্ক হতে হবে। কেননা গলা ব্যথা তীব্র আকার ধারণ করলে এ গলা ব্যথা থেকে অন্যান্য রোগ হতে পারে। বাচ্চাদের গলা ব্যথা নিরাময়ের বেশ কিছু ঔষধ রয়েছে সে ঔষধ গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

নিচে বাচ্চাদের গলা ব্যাথার ঔষধের নাম উল্লেখ করা হলো:

  1. এমিক্সেফ ( Emixef Syrup ) সিরাপ
  2. টি-সেফ ( T-Cef Syrup ) এন্টিবায়োটিক সিরাপ
  3. কোমবিফ্লাম ( Combiflam Syrup ) সিরাপ
  4. ফেনাডিন ৩০ ( Fenadin 30 mg Syrup ) সিরাপ
  5. ডেক্সপোটেন প্লাস ( Dexpoten Plus Syrup ) সিরাপ
  6. ডক্সিক্যাপ ৫০ ( Doxicap 50 mg ) ট্যাবলেট
  7. ফেনাডিন ৬০ ( Fenadin 60 mg ) ট্যাবলেট
  8. মোক্সাসিল ২৫০ ( Moxacil 250 mg ) ট্যাবলেট

উল্লেখিত এ গলা ব্যথার ঔষধ গুলো বাচ্চাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে থাকে। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেকোনো ঔষধ সেবন করানোর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

ঠান্ডা ও গলা ব্যাথার ঔষধ এর নাম।

উপরে আমরা জেনেছি বাচ্চাদের গলা ব্যাথার ঔষধের নাম । এখন আমরা ঠান্ডা ও গলা ব্যথার ঔষধ এর নাম সম্পর্কে।

নিচে কয়েকটি ঠান্ডা এবং গলা ব্যথার ঔষধ এর নাম উল্লেখ করা হলো:

  1. এলাট্রল ১০ ( Alatrol 10 mg ) ট্যাবলেট
  2. ফেক্সো ১৮০ ( Fexo 180 mg ) ট্যাবলেট
  3. ফেনাডিন ১২০ ( Fenadin 120 mg ) ট্যাবলেট
  4. অ্যালসেট ৫ ( Alcet 5 mg ) ট্যাবলেট
  5. ডেসলর ৫ ( Deslor 5 mg ) ট্যাবলেট
  6. পেডামিন ( Pedeamin Syrup ) সিরাপ
  7. টোফেন ( Tofen Syrup ) সিরাপ
  8. ফেক্সো ৩০ ( Fexo 30 mg ) সিরাপ

উল্লেখিত এ ঔষধ গুলো ঠান্ডা এবং গলা ব্যথা দুটোই খুব দ্রুত নিরাময় করতে বেশ কার্যকরী।

Leave a Comment