ধনের শীষ কাটা পোকা ফসলের জন্য অত্যান্ত ক্ষতিকর একটি পোকা। ধানের শীষ কাটা পোকা সাধারনত ধানের শীষ কেটে ফসলের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। ধানের ফসলে এ পোকা আক্রমণ করলে ধান চাষিরা অতিষ্ঠ হয়ে পরে। তাই এর প্রতিনাশক খুঁজে এবং জানতে চান দ্রুত কার্যকরী ধানের শীষ কাটা পোকার ঔষধ এর নাম।
ধানের শীষ কাটা পোকার ঔষধ এর নাম।
ফসলে ধানের শীষ কাটা পোকার ঔষধ ব্যবহারের আগে কিছু লক্ষণ দেখে বুঝতে হবে যে ফসলে শীষ কাটা পোকা আক্রমণ করেছে কিনা। যেমন আক্রমণের প্রথম অবস্থায় ধানের চারাগাছের কিড়া পাতার কিনারা খেয়া ফেলা। এরপর আক্রমণের বেশ কয়েকদিন হয়ে গেলে পুরো পাতা খেয়ে ফেলা। ধানের শীষ কাটা পোকার আক্রমণ চরম পর্যায়ে পৌছালে ধানের চারাগাছের সম্পূর্ণ পাতা এবং গোড়া সহ পুরো চারাগাছ খেয়ে ফেলা।
এই পোকার আক্রমণ ফসলের জন্য খুবই ক্ষতিকর। এই পোকা ফসলে আক্রমণ করলে দেখা যায় যে ফসলের একাংশ খেয়ে নষ্ট করে ফেলে। তবে আক্রমণের শুরুর দিকে ব্যবস্থা গ্রহণ করলে এ পোকা ফসলের তেমন ক্ষতি করতে পারে না। এ পোকা দমনের জন্য বেশ কিছু কীটনাশক ঔষধ রয়েছে।
ঔষধ গুলোর নাম নিচে তুলে ধরা হলো:
- ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC )
- গোলা ৪৮ ই সি ( Gola 48 EC )
- এসিমিক্স ৫৫ ই সি ( AC mix 55 EC )
- ব্রিফার ৫ জি ( Brifur 5G )
- প্রোফেক্স সুপার ( Profex Super )
- পলিট্রিন সি ৪৪ ই সি ( Polytrin C 44 EC )
- রকেট ৪৪ ই সি (Roket 44 EC )
- সবিক্রন ৪২৫ ই সি ( Shobicron 425 EC )
ফসলে ধানের শীষ কাটা পোকার আক্রমণ হলে উল্লেখি ঔষধ গুলোর যে কোন একটি ঔষধ ব্যবহার করতে পারেন। এ ধানের শীষ কাটা পোকার ঔষধ গুলো ব্যবহারে খুব দ্রুত ফসলকে শীষ কাটা পোকার আক্রমণ থেকে বাঁচানো সম্ভব।
ধানের শীষ কাটা পোকার ঔষধ এর দাম।
এখন আমরা জানবো উল্লেখিত ধানের শীষ কাটা পোকার ঔষধ গুলোর দাম সম্পর্কে।
ধানের শীষ কাটা পোকার ঔষধ এর দাম এবং ব্যবহার নিচে উল্লেখ করা হলো:
ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC )
- ফাইটার ২.৫ ই সি প্রতি ১ লিটার পানিতে ১ মি লি ব্যবহার করতে হবে।
- এটি পোকার শরীরে স্পর্শ পাওয়া মাত্রাই পোকার মৃত্যু ঘটে।
- ফাইটার ২.৫ ই সি ৫০ মি লি এর মূল্য ৮০ টাকা।
- ১০০ মি লি ১৫০ টাকা এবং ৫০০ মি লি ৪৬০ টাকা।
গোলা ৪৮ ই সি ( Gola 48 EC )
- গোলা ৪৮ ই সি ১ লিটার পানিতে ১ মি লি ব্যবহার করতে হবে।
- এই ঔষধটিও পোকার শরীরে স্পর্শ পাওয়া মাত্রাই পোকার মৃত্যু ঘটায়।
- গোলা ৪৮ ই সি ৫০ মি লি এর মূল্য ৮৫ টাকা।
- ১০০ মি লি ১৬০ টাকা এবং ৪০০ মি লি ৫৪০ টাকা।
এসিমিক্স ৫৫ ই সি ( AC mix 55 EC )
- এসিমিক্স ৫৫ ই সি ১ লিটার পানিতে ১ মি লি ব্যবহার করতে হবে।
- এটি মাটির উপরের এবং নিচের ক্ষতিকর পোকা দমন করতে বেশ কার্যকরী।
- এসিমিক্স ৫৫ ই সি ৫০ মি লি এর মূল্য ৯১ টাকা।
- ১০০ মি লি ১৭০ টাকা এবং ৫০০ মি লি ৭৭৫ টাকা।
ব্রিফার ৫ জি ( Brifur 5G )
- ব্রিফার ৫ জি এটি প্রতি বিঘাতে ১.৫ কেজি প্রয়োগ করগে হবে।
- এ ঔষধটি ধানের চারাগাছে পোকা আক্রমণের আগে প্রয়োগ করলে পোকা আক্রমণ করতে পারে না।
- পোকার আক্রমণ হলে এটি ব্যবহার করলে পোকা দ্রুত সময়ে মারা যায়।
- ব্রিফার ৫ জি ৫০০ গ্রাম ১২০ টাকা, ১ কেজি ২২০ টাকা এবং ২ কেজি ৪৩০ টাকা।
প্রোফেক্স সুপার ( Profex Super )
- প্রোফেক্স সুপার ১ লিটার পানিতে ১ মি লি ব্যবহার করতে হবে।
- এটি ১ বার ব্যবহারের পর ১৫ দিন পর আবার প্রয়োগ করতে হবে।
- প্রোফেক্স সুপার ২৫০ মি লি ৩২০ টাকা।
পলিট্রিন সি ৪৪ ই সি ( Polytrin C 44 EC )
- পলিট্রিন সি ৪৪ ই সি প্রতি লিটার পানি ১.৫ মি লি ব্যবহার করতে হবে।
- এটিও দ্রুত ধনের শীষ কাটা পোকা দমন করে থাকে।
- পলিট্রিন সি ৪৪ ই সি ১ লিটার ১৩০০ টাকা।
রকেট ৪৪ ই সি (Rocket 44 EC )
- রকেট ৪৪ ই সি এটি প্রতি ১ লিটার পানিতে ২ মি লি ব্যবহার করতে হবে।
- রকেট ৪৪ ই সি ৫০০ মি লি ৬০০ টাকা।
সবিক্রন ৪২৫ ই সি ( Shobicron 425 EC )
- সবিক্রন ৪২৫ ই সি এটি ১ লিটার পানিতে ২ মি লি ব্যবহার করতে হবে।
- সবিক্রন ৪২৫ ই সি ৫০ গ্রাম ১৩০ টাকা।
- ১০০ মি লি ২৪০ টাকা এবং ৫০০ মি লি ১১০০ টাকা।
উল্লেখিত মূল্য গুলো স্থান বেধে কিছুটা তারতম্য হতে পারে।
ধানের শীষ কাটা পোকার নাম।
উপরে আমরা আলোচনা করেছি ধানের শীষ কাটা পোকার ঔষধ এর নাম, দাম এবং ব্যবহার সম্পর্কে। এখন আমরা জানবো ধানের শীষ কাটা পোকার নাম। ধানের শীষ সাধারণত একটি পোকাই কেটে থাকে। ধানের শীষ কাটা পোকার নাম হচ্ছে লেদা পোকা।
এই পোকা প্রথমমত ধানের শীষে আক্রমণ কররে শীষ কেটে ফলে। এর পর ধীরে ধীরে এ পোকা ধানের চারাগাছের গোড়ায় আক্রমণ করে চারাগাছের গোড়া খেয়ে ফেলে। ফলে ধানের চারাগাছ মাটিতে নেতিয়ে পরে।
লেদা পোকা দমনে ব্যবস্থাপনা।
লেদা পোকা যা মোটামুটি সকল কৃষকদের কাছেই পরিচিত একটি পোকা। যা ধানসহ আরোও নানারকম ফসলে আক্রমণ করে থাকে। এ পোকা একবার ধানের ফসলে আক্রমণ করলে দ্রুত ব্যবস্থা না নিলে এ পোকা দেখা যায় ফসলের একাংশ নষ্ট করে ফলে। যার ফলে ধান চাষিরা ধানের শীষ কাটা পোকার ঔষধ বা লেদা পোকা মারার ঔষধ ব্যবহার করে থাকে।
পড়ুন: ধানের ভিটামিন ঔষধ এর নাম।
তবে কিছু উপায় অবলম্বন করলে এ লেদা পোকা দ্বারা ধানের চারা গাছে আক্রমণ হ্রাস করতে পারেন। যেমন ধানের চারাগাছ গুলো বাঁশ দিয়ে হেলিয়ে দিতে পারেন। ফলসের জমিতে যাতে পাখি বসতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। এতে করে অধিকাংশ পোকা পাখি খেয়ে ফলে এবং ফসলকে রক্ষা করে।
এছাড়া এ পোকা যে জমিতে আক্রমণ করে সে জমিতে এ পোকা বংশ বিস্তারের মাধ্যমে এ পোকার সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাই ফসলে এ পোকার ডিম দেখতে পেলে তা নষ্ট করে দিতে হবে। এভাবে এ পোকার আক্রমণ থেকে ধানের চারাগাছকে রক্ষা করতে হবে।
ধানের মাজরা পোকার ক্ষতির লক্ষণ।
ধানের মাজরা পোকা অনেকটাই লেদা পোকার মতো করে ধানের চারাগাছে আক্রমন করে থাকে। আপনার ধানের ফসলে এ পোকা আক্রমণ করেছে কিনা তা বোঝার জন্য আপনাকে ফসলে যে যে লক্ষণ দেখতে হবে।
যেমন:
- পাতার কিনারা খেয়ে ফেলা
- মাঝে মধ্যে পুরো পাতা খেয়ে ফেলা
- মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় পাতার মধ্যেভাগ খেয়ে ফেলা
- যার ফলে পাতার অর্ধেকাংশ ঝরে পরে
ফসলে মাঝরা পোকার আক্রমণ যদি চরম পর্যায়ে পৌছায় তাহলে ধানের চারাগাছের গোড়া খেয়ে ফেলে যার ফলে সম্পূর্ণ চারাগাছটি মাটিতে নেতিয়ে পরে। এ পোকা এক জমি হতে অন্য জমিতে খুব সহজেই ছরিয়ে পরতে পারে। তাই কোনো জমিতে এ পোকা আক্রমণ করলে পাশের জমির মালিকদের সতর্ক হতে হবে।
তাই এ পোকা দ্বারা ফসলে আক্রমণ হলে যত দ্রুত সম্ভব এ পোকার প্রতি নাশক বা ধানের শীষ কাটা পোকার ঔষধ ব্যবহার করতে হবে।
ধানের মাজরা পোকা দমনের কীটনাশক।
মাজরা পোকা যা মূলত বিভিন্ন ফসলে আক্রমণ করে ফসলের পাতা এবং গোড়া খেয়ে ফসলের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। এ পোকা সাধারনত ধানের ফসলে বেশি আক্রমণ করে থাকে। বাংলাদেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা ধানের ফসলে আক্রমণ করে থাকে।
যেমন:
- হলুদ মাজরা পোকা
- কালো মাথা মাজরা পোকা
- গোলাপি মাজরা পোকা
এ পোকা গুলো ধানের ফসলে একবার আক্রমণ করলে ফসলের বেশ ক্ষতি সাধন করে থাকে। তাই এ পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে অনেকে জানতে চান মাজরা পোকা দমনের কীটনাশক এবং ধানের শীষ কাটা পোকার ঔষধ এর নাম এবং ব্যবহার বিধি সম্পর্কে।
মাজরা পোকা দমনের কীটনাশক এর নাম নিচে উল্লেখ করা হলো:
- ব্রিফার ৫ জি ( Brifur 5G ) কীটনাশক
- সালফক্স ৮০ ডব্লিউ ডি জি ( Sulfox 80 WDG ) কীটনাশক
- রিলোড ১৮ এস সি ( Reload 18 SC ) কীটনাশক
- এসিমিক্স ৫৫ ই সি ( AC Mix 55 EC ) কীটনাশক
- ল্যামিক্স ২৪.৭ এস সি ( Lamix 24.7 SC ) কীটনাশক
- গোলা ৪৮ ই সি (Gola 48 EC ) কীটনাশক
- বেনথিয়াম ৪০ ডব্লিউ ডি জি ( Benthiam 40 WDG ) কীটনাশক
- গুলী ৩ জি আার ( Goolee 3 GR ) কীটনাশক
- সিডিয়াল ৫ জি ( Cidial 5G ) কীটনাশক
ফসলে মাজরা পোকা আক্রমণ করলে উল্লেখিত কীটনাশক গুলোর যেকোনো একটি কীটনাশক ব্যবহার করলে দ্রুত সময়ের মধ্যে এ পোকা দমন হতে শুরু করবে।