এলার্জি আমাদের দেশের ছোট বড় সকলেই এ নামটির সাথে কম বেশি পরিচিত। কেননা এ রোগটি ছোট বড় সকলেরই হয়ে থাকে যা একটি সাধারণ এবং স্বাভাবিক ঘটনা। তবে আমাদের শরীরে এলার্জি হলে তা কোনো কোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই কেউ এলার্জি আক্রান্ত হলে দ্রুত এটি নিরাময় করতে চাই। এজন্য আমরা জানতে চাই খুব দ্রুত সময়ে কার্যকরী এলার্জি ঔষধ বা এলার্জির ট্যাবলেট এর নাম সম্পর্কে।
এলার্জির ট্যাবলেট এর নাম ।
শরীরে এলার্জি দ্বারা আক্রান্ত হলে ত্বকে বেশ জ্বালাপোড়া অনুভূতি হয়। তাছাড়া এলার্জির কারনে শ্বাসকষ্ট, পেট খারাপ এবং বমি হতে পারে যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে বেশ সমস্যায় পরতে হয়। তাই আমরা রোগটি শরীর থেকে দ্রুত নিরাময় করতে চাই। এলার্জি নিরাময় করায় কয়েক ধরনের ঔষধ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ট্যাবলেট। নিচে আমরা জানবো এলার্জির ট্যাবলেট এর নাম সম্পর্কে।
এলার্জির কয়েকটি ট্যাবলেটের নাম নিচে উল্লেখ করা হলো:
- Alatrol 10 mg
- Fexo 120 mg
- Fenadin 120 mg
- Deslor 5 mg
- Alcet 5 mg
- Seasonix 5 mg
- Atrizin 10 mg
- Oradin 10 mg
- Loratin 10 mg
- Rupa 10 mg
- Rupadin 10 mg
- Biltin 20 mg
- Bilastin 20 mg
- Histacin 20 mg
উল্লেখিত এলার্জির এ ট্যাবলেট গুলো শরীরে এলার্জি দ্রুত সময়ে নিরাময় করতে বেশ কার্যকর। তাই এলার্জি দ্বারা আক্রান্ত হলে উল্লেখিত ট্যাবলেট গুলোর যেকোন একটি সঠিক নিয়ম অনুযায়ী সেবন করলে দ্রুত এলার্জি নিরাময় হয়ে যাবে।
এলার্জির ট্যাবলেট এর দাম।
উপরে আমরা জেনেছি এলার্জির ট্যাবলেট এর নাম সম্পর্কে। এখন আমরা জানবো উল্লেখিত ঔষধ এর নাম সম্পর্কে।
উল্লেখিত এলার্জির ট্যাবলেট এর নাম নিচে তুলে ধরা হলো:
- Alatrol 10 mg : একটি ( Alatrol 10 mg ) ট্যাবলেটের মূল্য ৩ টাকা এবং এক পাতার মূল্য ৩০ টাকা।
- Fexo 120 mg : একটি ( Fexo 120 mg ) ট্যাবলেটের মূল্য ৯ টাকা এবং এক পাতার মূল্য ৯০ টাকা।
- Fenadin 120 mg : একটি ( Fenadin 120 mg ) ট্যাবলেটের মূল্য ৯ টাকা এবং এক পাতার মূল্য ৮৫ টাকা।
- Deslor 5 mg : একটি ( Deslor 5 mg) ট্যাবলেটের মূল্য ৫ টাকা এবং এক পাতার মূল্য ৫০ টাকা।
- Alcet 5 mg : একটি ( Alcet 5 mg ) ট্যাবলেটের মূল্য ৪.৫ টাকা এবং এক পাতার মূল্য ৪৫ টাকা।
- Seasonix 5 mg : একটি ( Seasonix 5 mg ) ট্যাবলেটের মূল্য ৪.৫ টাকা এবং এক পাতার মূল্য ৪৫ টাকা।
- Atrizin 10 mg : একটি ( Atrizin 10 mg ) ট্যাবলেটের মূল্য ৩ টাকা এবং এক পাতার মূল্য ২৮ টাকা।
- Oradin 10 mg : একটি ( Oradin 10 mg ) ট্যাবলেটের মূল্য ৪ টাকা এবং এক পাতার মূল্য ৪০ টাকা।
- Loratin 10 mg : একটি ( Loratin 10 mg ) ট্যাবলেটের মূল্য ৩ টাকা এবং এক পাতার মূল্য ৩০ টাকা।
- Rupa 10 mg : একটি ( Rupa 10 mg ) ট্যাবলেটের মূল্য ১২ টাকা এবং এক পাতার মূল্য ১২০ টাকা।
- Rupadin 10 mg : একটি ( Rupadin 10 mg ) ট্যাবলেটের মূল্য ১২ টাকা এবং এক পাতার মূল্য ১১০ টাকা।
- Biltin 20 mg : একটি ( Biltin 20 mg ) ট্যাবলেটের মূল্য ১৫ টাকা এবং এক পাতার মূল্য ১৫০ টাকা।
- Bilastin 20 mg : একটি ( Bilastin 20 mg ) ট্যাবলেটের মূল্য ১৫ টাকা এবং এক পাতার মূল্য ১৪৫ টাকা।
- Histacin 20 mg : একটি ( Histacin 20 mg ) ট্যাবলেটের মূল্য ১ টাকা এবং এক পাতার মূল্য ১০ টাকা।
উল্লেখিত এলার্জির ট্যাবলেট গুলো যেকোনো জায়গায় ফার্মেসিতে পেয়ে যাবেন। তবে উল্লেখিত এ এলার্জি ট্যাবলেটের মূল্য গুলো সময় এবং জায়গা বেধে কিছুটা ভিন্ন হতে পারে।
এলার্জির ট্যাবলেট এর ব্যবহার বিধি।
একটি ঔষধ থেকে পুরোপোরি কার্যকারীতা পেতে সে ঔষধের সঠিক ব্যবহার করতে হয়। উপরে আমরা জেনেছি এলার্জির ট্যাবলেট এর নাম সম্পর্কে। এখন তুলে ধরবো উল্লেখিত ঔষধ গুলোর ব্যবহার বিধি।
নিচে এলার্জির ট্যাবলেট এর ব্যবহার বিধি উল্লেখ করা হলো:
Alatrol 10 mg ( Alatrol 10 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই দিনে দু’বেলা দু’টি ট্যাবলেট সেবন করতে হবে।
Fexo 120 mg ( Fexo 120 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দু’টি ট্যাবলেট সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Fenadin 120 mg ( Fenadin 120 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২/৩ টি ট্যাবলেট সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Deslor 5 mg ( Deslor 5 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Alcet 5 mg ( Alcet 5 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দু’টি ট্যাবলেট সেবন করতে হবে।
- শিশু বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Seasonix 5 mg ( Seasonix 5 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Atrizin 10 mg ( Atrizin 10 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই দিনে ২/৩ টি ট্যাবলেট সেবন করতে হবে।
Oradin 10 mg ( Oradin 10 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
- তবে ২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি খাওয়া নিষিদ্ধ।
Loratin 10 mg ( Loratin 10 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দু’টি ট্যাবলেট সেবন করতে হবে।
- শিশু বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
Rupa 10 mg ( Rupa 10 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে এ ঔষধটি সেবন নিষিদ্ধ।
Rupadin 10 mg ( Rupadin 10 mg )
- এ ট্যাবলেটটিও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে এ ঔষধটি সেবন নিষিদ্ধ।
Biltin 20 mg ( Biltin 20 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে ৪ টি ট্যাবলেট সেবন করতে হবে।
- এটি বাচ্চাদের ক্ষেত্রে নিষিদ্ধ।
Bilastin 20 mg ( Bilastin 20 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে ৪ টি ট্যাবলেট সেবন করতে হবে।
- এটি বাচ্চাদের ক্ষেত্রে নিষিদ্ধ।
Histacin 20 mg ( Histacin 20 mg )
- এ ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২-৩ টি ট্যাবলেট সেবন করতে হবে।
- শিশু বাচ্চাদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
উল্লেখিত এলার্জি ট্যাবলেট সেবনের এ নিয়ম গুলো ডাক্তার দ্বারা নির্দেশিত। তাই আপনারা উল্লেখি নিয়ম অনুযায়ী যেকোনো একটি ঔষধ সেবন করলে দ্রুত সময়ের মধ্যে এলার্জি দূর হতে শুরু করবে।
এলার্জির এন্টিবায়োটিক ঔষধ এর নাম।
অনেক সময় দেখা যায় শরীরে এলার্জি হলে তা নিরাময় করতে সাধারণ ঔষধ কোনো কার্যকরী হয় না। তখন আমাদের শরীরের এলার্জি নিরাময় করতে প্রয়োজন হয় এলার্জির এন্টিবায়োটিক ঔষধের। শরীরের এলার্জির বেশ কয়েকটি এন্টিবায়োটিক ট্যাবলেট রয়েছে। সে ট্যাবলেট গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
নিচে এলার্জির এন্টিবায়োটিক ঔষধ এর নাম গুলো উল্লেখ করা হলো:
- হিস্টাকাইন্ড ১২০ এম জি ( Histakind 120 mg ) ট্যাবলেট
- গ্লেনফাইন ১২০ এম জি ( Glenfine 120 mg ) ট্যাবলেট
- অ্যালারনেক্স ১২০ এম জি ( Alernex 120 mg ) ট্যাবলেট
- ন্যাসিভিওন ১২০ এম জি ( Nasivion 120 mg ) ট্যাবলেট
সাধারনত উল্লেখিত এ ট্যাবলেট গুলোকে এলার্জির এন্টিবায়োটিক ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ ট্যাবলেট গুলো সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এলার্জির ট্যাবলেট এর নাম ।
পড়ুন: মুখে এলার্জি দূর করার ক্রিম এর নাম।
কেননা এ ট্যাবলেট গুলো সেবন করলে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই এলার্জি প্রতিক্রিয়া খুব বেশি তীব্র হলে অন্যান্য ঔষধে তা নিরাময় না হলে এ ট্যাবলেট গুলো ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন।
এলার্জি চুলকানি দূর করার ঔষধের নাম।
আমাদের শরীরে এলার্জি হলে তার প্রথম প্রতিক্রিয়া হলো ত্বকে প্রচুর চুলকানির সৃষ্টি হওয়া। এ চুলকানি থেকে ধীরে ধীরে ত্বকে ফুসকুড়ি পরে যায়। তাই আমরা ত্বকের চুলকানি দূর করতে জানতে চাই এলার্জি চুলকানি দূর করার ঔষধ এবং এলার্জির ট্যাবলেট এর নাম সম্পর্কে। নিচে এলার্জির চুলকানি দূর করার ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
এলার্জি চুলকানি দূর করার ঔষধের নাম গুলো হলো:
- ফেক্সো ১২০ এম জি
- লরাটিন ১০ এম জি
- বিলটিন ২০ এম জি
- এ্যালাট্রল ১০ এম জি
- এট্রিজিন ১০ এম জি
- ওরাডিন ১০ এম জি
উল্লেখিত এ ঔষধ গুলো এলার্জির ফলে হওয়া ত্বকের চুলকানি দ্রুত সময়ে নিরাময় করতে বেশ কার্যকরী। তবে এলার্জির প্রতিক্রিয়া যদি তীব্র বা অতিরিক্ত চুলকানি সৃষ্টি করে তাহলে অতি বিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে যেকোন ঔষধ সেবন বা গ্রহন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।