Filmet 400 এর কাজ কি,কেন খায় ও কিভাবে কাজ করে।

Filmet 400 এই ঔষধটি মূলত বিশেষভাবে পাকস্থলীর সমস্যা এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখার জন্য ব্যবহৃত হয়। এই ঔষধটির কার্যকারিতা শুধু পাকস্থলীর উপরই নয় বরং এ ঔষধের আরও বেশ কিছু গুণ রয়েছে যা আপনার জানা জরুরি। এই পোস্টে আমরা Filmet 400 এর কাজ কি, এর উপকারিতা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন এ ঔষধটি এতো জনপ্রিয় এবং কীভাবে এটি আপনার স্বাস্থ্যের উপকারে আসতে পারে।

Filmet 400 এর কাজ কি ?

এ Filmet 400 হলো একটি ট্যাবলেট জাতীয় ঔষধ যা প্রধানত পাকস্থলীর সমস্যা জনিত কারনে ব্যবহার করা হয়ে থাকে। এ ঔষধটি পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে কাজ করে থাকে। যা পেটের জ্বালা এবং অস্বস্তি কমাতে দারুন ভাবে কার্যকরী হয়ে থাকে। তীব্র গ্যাস্ট্রিক বা আলসারের চিকিৎসায় এই ঔষধটির ব্যবহার বেশ লক্ষ্যণীয়।

Filmet 400 পেটের মধ্যে জমা হওয়া অতিরিক্ত অ্যাসিড কমায় যার ফলে গ্যাস্ট্রিক বা আলসারের মতো ঝুঁকি দূর হয়ে যায়। এছাড়াও Filmet 400 এনারুবিক জীবাণু দ্বারা সংক্রমিত যেমন: ব্যাকটেরেমিয়া, পেরিটোনাইটিস এবং সেপটিসেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এ ঔষধটি বিভিন্ন ক্ষত নিরাময় করতে বেশ কার্যকরী হয়ে থাকে।

Filmet 400 mg কিসের ওষুধ

ফিলমেট ৪০০ ট্যাবলেটটি ব্যবহারে পূর্বে আমরা জানতে চাই Filmet 400 এর কাজ কি এবং এটি কিসের ঔষধ এ সম্পর্কে। Filmet 400 মূলত মেট্রোনিডাজল গ্রুপের একটি ঔষধ। এটি মূলত হিস্টামিন-২ ব্লকার জাতীয় একটি ঔষধ, এর প্রধান উপাদান হলো ফ্যামোটিডি। যা আমাদের পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে কাজ করে থাকে।

ফিলমেট ৪০০ সাধারণত গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিড রিফ্লাক্স এবং পাকস্থলীর অন্যান্য অ্যাসিড সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। তাছাড়া পায়ের ঘা, বিভিন্ন অস্র পাচারের ক্ষতের সংক্রমণ রোধ এবং প্রেসার কমাতে এ ঔষধটির ব্যবহার বেশ লক্ষণীয়। এই ঔষধটি উল্লেখিত এ সমস্যা গুলোর দ্রুত সমাধান দিতে বেশ কার্যকরী।

Filmet 400 কেন খায় ?

এই Filmet 400 ঔষধটি চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। চলুন জেনে নিই  Filmet 400 কেন খায় এবং Filmet 400 এর কাজ কি ইত্যাদি সম্পর্কে।

  • পাকস্থলীর আলসার নিরাময় করতে এটি সেবন করা হয়।
  • হজম প্রক্রিয়া স্বাভাবিক করতে ফিলমেট ৪০০ সেবন করা হয়ে থাকে।
  • দাঁতের সংক্রমণ রোধে এই ট্যাবলেটটি সেবন করা হয়।
  • শরীরে বিভিন্ন অস্ত্র পাচারের পর এ ঔষধটি সেবন করা হয়।
  • এনারুবিক জীবাণুর সংক্রমণ রোধে এটি সেবন করা হয়ে থাকে।
  • পায়ের ঘা সারাতেও এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে।

সাধারণত উল্লেখিত এ রোগ গুলো নিরাময় করতে Filmet 400 ব্যবহার করা হয়ে থাকে।

Filmet 400 কিভাবে কাজ করে

খাবার গ্রহনের পর কোনো কোনো সময় পাকস্থলীতে তৈরি হওয়া অতিরিক্ত অ্যাসিডের রিল্যাক্স এর কারনে খাবার তলু বা বুকের দিকে উঠে আসে,যার কারনে বুকে জ্বালা-পোড়া করে। Filmet 400 পাকস্থলীতে থাকা অতিরিক্ত এ অ্যাসিড উৎপাদন হ্রাস করে, যার আলসারের ঝুঁকি কমে যায়।

এছাড়াও এনারুবিক নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু দাঁতে এবং পায়ের মধ্যে তীব্র সংক্রমণ ঘটায়। আার এ এনারুবিক জীবাণুর ক্ষতিকর সংক্রমণ গুলো প্রতিরোধ করতে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলতে Filmet 400 সবথেকে বেশি কার্যকরী হয়ে থাকে।

Filmet 400 খাওয়ার নিয়ম কি ?

উপরে আমরা জেনেছি Filmet 400 এর কাজ কি এ সম্পর্কে এখন আমরা জানবো Filmet 400 খাওয়ার নিয়ম সম্পর্কে। ফিলমেট ৪০০ এর ডোজ নির্ধারণ করা হয় মূলত রোগীর শারিরীক অবস্থার উপর ভিত্তি করে। তাই এই ঔষধটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি। তবে ফিলমেট ৪০০ ব্যবহারে চিকিৎসকরা সাধারণত যে নির্দেশনা গুলো দিয়ে থাকে তা নিচে তুলে ধরা হলো।

  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩ টি ট্যাবলেট তিন বেলা সেবন করতে হবে,এটি ব্যবহারের সর্বোচ্চ সময়কাল ৭ দিন।
  • ৭ – ১০ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার ২টি ট্যাবলেট সেবন করাতে হবে।
  • ৩ – ৭ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ১টি ট্যাবলেট দিনে দু’বার সেবন করাতে হবে।
  • ১ – ৩ বছরের বাচ্চাদের জন্য ১টি ট্যাবলেট দিনে ৩ বেলা সেবন করাতে হবে।
  • ১ বছরের কম বয়সী বাচ্চাদের ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সুস্থ থাকতে সাধারণ অবস্থায় উল্লেখিত এ নিয়ম অনুযায়ী ফিলমেট ৪০০ সেবন করতে পারেন। তবে গুরুতর চিকিৎসায় এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Filmet 400 এর উপকারিতা

ফিলমেট ৪০০ একটি জনপ্রিয় ঔষুধ, এটি সাধারণত বিভিন্ন ধরণের সংক্রমণ এবং ব্যথা জনিত চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ঔষধটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে।

নিচে Filmet 400 এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা উল্লেখ করা হলো:

  • Filmet 400 ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ।
  • পাকস্থলী জনিত সমস্যা এবং আলসার উপশম করতে এ ঔষধটি দ্রুত কার্যকরী হয়।
  • দাঁতের মাড়িতে সংক্রমণজনিত ব্যথা কমাতে এ ঔষধটি সাহায্য করে থাকে।
  • শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচারের পর সংক্রমণ প্রতিরোধে Filmet 400 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • এটি আমাদের ত্বকের বিভিন্ন সংক্রমণ এবং ব্যথা কমাতে বেশ কার্যকরী।
  • কোনো কোনো সময় চুল পরা রোধ করতে এ ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে।
  • হজম প্রক্রিয়া স্বাভাবিক করতে ফিলমেট ৪০০ সেবন করা হয়ে থাকে।

ফিলমেট ৪০০ এর উল্লেখিত উপকারীতা গুলো পেতে অবশ্যই এ ঔষধটি নিয়ম অনুযায়ী সেবন করতে হবে।

Filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া

এতো আমরা জেনেছি Filmet 400 এর কাজ কি এবং এর উপকারিতা সম্পর্কে, এখন জানবো Filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। Filmet 400 ঔষুধটির বিভিন্ন সংক্রমণ নিরাময়ে কার্যকর হলেও এর কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই এই ঔষুধটি ব্যবহারের আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।

নিচে Filmet 400 এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো উল্লেখ করা হলো:

  • মাথা ব্যথা করা ও মাথা ঘোরানো।
  • ত্বকে ফুসকুড়ি পরা ও চুলকানি হওয়া।
  • রক্তে পরিবর্তন যেমন: রক্তে শ্বেতকণিকার মাত্রা কমা।
  • দীর্ঘস্থায়ী ব্যবহারের ফলে প্রস্রাবের রঙ হলুদ হওয়া।
  • লিভারের কার্যক্ষমতা হ্রাস পাওয়া।
  • ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়া।
  • খাবার গ্রহনে অনীহা দেখা দেওয়া।
  • মুখের রুচি কমে যাওয়া।

Filmet 400 সেবনে সাধারণত উল্লেখিত এ পার্শ্বপ্রতিক্রিয়া গুলো লক্ষ্য করা যায়। গর্ভবতী নারীদের এ ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া যথা সম্ভব কমাতে সঠিক নিয়ম অনুযায়ী সেবন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top