জ্বরের ঔষধের নাম কি এবং মূল্য।

জ্বর একটি সাধারণ অসুখ যা ছোট বড় সকলের কাছেই বেশ পরিচিত একটি রোগ। জ্বর হলো আমাদের শরীরের ভিতরের বিভিন্ন সংক্রমণের একটি প্রতিক্রিয়ার নাম। জ্বর হয় মূলত বিভিন্ন ভাইরাস আক্রমণ, ইনফেকশন, আবহাওয়া এবং শরীরের কোথাও ব্যাথা জনিত কারনে। জ্বর হলে শরীর দূর্বল হয়ে যাওয়া সারা শরীর ব্যাথা সহ নানা সমস্যা হয়ে থাকে। তাই জ্বর দ্রুত নিরাময়ের জন্য আমরা ঔষধ সেবন করতে চাই এবং জানতে চাই দ্রুত কার্যকরী জ্বরের ঔষধের নাম কি ইত্যাদি সম্পর্কে।

জ্বরের ঔষধের নাম কি ?

আমরা অনেকেই জ্বর হলে প্রথমেই বিভিন্ন জ্বরের এন্টিবায়োটিক ঔষধ সেবন করে থাকি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। জ্বর হলে আমাদের প্রথমদিন জ্বরে ঘরোয়া বা প্রাকৃতিক চিকিৎসা নিতে হবে। দ্বিতীয় দিন থেকে জ্বরের প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করতে হবে।

যদি ঘরোয়া চিকিৎসা এবং প্যারাসিটামল খাওয়ার ৩/৪ দিনের মধ্যে জ্বর নিরাময় না হয় তখন এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক জ্বরের ঔষধের নাম কি ইত্যাদি সম্পর্কে।

জ্বরের ঔষধের নাম গুলো নিচে উল্লেখ করা হলো:

  1. Ace 500 mg – এইস্ ৫০০ মি.গ্রা.
  2. Renova 500 mg – রেনোভা ৫০০ মি.গ্রা.
  3. Napa Rapid 500 mg – নাপা রেপিড ৫০০ মি.গ্রা.
  4. Napa 500 mg – নাপা ৫০০ মি.গ্রা.
  5. Xpa XR 665 mg – এক্সপা এক্স আার ৬৬৫ মি.গ্রা.
  6. Renova XR 665 mg – রেনোভা এক্স আার ৬৬৫ মি.গ্রা.
  7. Longpara 665 mg – লংপ্যারা ৬৬৫ মি.গ্রা.
  8. Ace XR 665 mg – এইস্ এক্স আার ৬৬৫ মি.গ্রা.
  9. Napa Extend 665 mg – নাপা এক্সটেন্ড ৬৬৫ মি.গ্রা.
  10. Cafedon – ক্যাফডন
  11. Ace Plus – এইস্ প্লাস
  12. Napa Extra – নাপা এক্সট্রা
  13. Pyrinol – পাইরিনল

উল্লেখিত ঔষধ গুলো প্রথামিক অবস্থার জ্বর নিরাময় করতে বেশ কার্যকরী হয়ে থাকে। উল্লেখিত যেকোনো একটি ঔষধ নিয়ম অনুযায়ী ৩-৪ দিন সেবন করার পর যদি জ্বর নিরাময় না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে জ্বরের এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে হবে।

পড়ুনঃ জ্বরের এন্টিবায়োটিক ঔষধের নাম বাংলাদেশ

জ্বরের ঔষধের মূল্য এবং ব্যবহারবিধি।

উপরে আমরা জেনেছি জ্বরের ঔষধের নাম কি সম্পর্কে। এখন আমরা জানবো জ্বরের ঔষধ গুলো মূল্য এবং ব্যবহার বিধি সম্পর্কে। চলুন জেনে নিই জ্বরের ঔষধ গুলোর মূল্য এবং ব্যবহার বিধি গুলো।

নিচে জ্বরের ঔষধের মূল্য এবং ব্যবহারবিধি গুলো উল্লেখ করা হলো:

Ace 500 mg – এইস্ ৫০০ মি.গ্রা.

  • এইস্ ৫০০ ছোট বড় উভয়ের ক্ষেত্রে দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে হবে।
  • এইস্ ৫০০ এর একটি ট্যাবলেটের মূল্য ১.২০ টাকা।
  • ১ পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ১০ টাকা।

Renova 500 mg – রেনোভা ৫০০ মি.গ্রা.

  • রেনোভা ৫০০ এর একটি ট্যাবলেটের মূল্য ১.৩০ টাকা।
  • এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ১৩ টাকা।
  • রেনোভা ৫০০ প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের ৩ টি ট্যাবলেট সেবন করতে হবে।
  • বাচ্চাদের ক্ষেত্রে ২টি ট্যাবলেট সেবন করতে হবে।

Napa Rapid 500 mg – নাপা রেপিড ৫০০ মি.গ্রা.

  • নাপা রেপিড ৫০০ এর একটি ট্যাবলেটের মূল্য ১.৩০ টাকা।
  • এর এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ১৩ টাকা।
  • প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের উভয়ের ক্ষেত্রেই দৈনিক ২/৩টি ট্যাবলেট সেবন করতে পারেন।

Napa 500 mg – নাপা ৫০০ মি.গ্রা.

  • নাপা ৫০০ এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের উভয়ের ক্ষেত্রে দৈনিক দুটি ট্যাবলেট সেবন করতে হবে।
  • নাপা এর একটি ট্যাবলেটের মূল্য ১.২০ টাকা।
  • নাপা এর ১ পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ১০ টাকা।

Xpa XR 665 mg – এক্সপা এক্স আার ৬৬৫ মি.গ্রা.

  • এক্সপা এক্স আার ৬৬৫ এর একটি ট্যাবলেটের মূল্য ২ টাকা।
  • এর এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ২০ টাকা।
  • এক্সপা এক্স আার প্রাপ্তবয়স্করা দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন।
  • বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক ১/২ টি ট্যাবলেট সেবন করতে পারেন।

Renova XR 665 mg – রেনোভা এক্স আার ৬৬৫ মি.গ্রা.

  • রেনোভা এক্স আার এর একটি ট্যাবলেটের মূল্য ২ টাকা।
  • এর এক পাতা বা ১০ টি ট্যাবলেটের মূল্য ১৮ টাকা।
  • রেনোভা এক্স আার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে হবে।
  • বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক ২টি ট্যাবলেট সেবন করতে পারেন।

Longpara 665 mg – লংপ্যারা ৬৬৫ মি.গ্রা.

Ace XR 665 mg – এইস্ এক্স আার ৬৬৫ মি.গ্রা.

Napa Extend 665 mg – নাপা এক্সটেন্ড ৬৬৫ মি.গ্রা.

Cafedon – ক্যাফডন

Ace Plus – এইস্ প্লাস

Napa Extra – নাপা এক্সট্রা

Pyrinol – পাইরিনল

Leave a Comment