ধানের শীষ সাদা বের হলে সে শীষ চিটা হয়ে যায়। যার ফলে কৃষক বা ধান চাষিদের লোকসান গুনতে হয়। তাই আমরা জানতে চাই যে ধানের শীষ সাদা হওয়ার কারণ কি। ধানের শীষ সাদা হওয়ার বেশ কিছু কারন রয়েছে। সে সম্পর্কে এই পোস্টে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ধানের শীষ সাদা হওয়ার কারণ কি ?
শীষ সাদা রোগ এটি অধিকাংশ চাষিদের কাছে চিরচেনা একটি রোগ। ধানের ফসলে এ রোগটি হলে ধানে চিটা হয়ে যায়। তাই আমরা জানতে চাই যে ধানের শীষ সাদা হওয়ার কারণ কি।
ধানের শীষ সাদা হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো:
- ধানের শীষ সাদা হওয়ার প্রথম কারন হলো ফসলে ধানের শীষ বের হওয়ার আগে বেশ কিছু ক্ষতিকর পোকা দ্বারা ফসল আক্রান্ত থাকলে সাধারণত ধানের শীষ সাদা হয়ে থাকে।
- বিশেষ করে ধনের শীষ বের হওয়ার আগে ফসল মাজরা পোকা দ্বারা আক্রান্ত থাকলে ধানের শীষ সাদা বের হয়ে থাকে।
- তাছাড়া ব্লাস্ট এবং স্টেম বোরার পোকার আক্রমণের কারনে ধানের শীষ সাদা বের হয়ে থাকে।
- স্টেম বোরার পোকার আক্রমণের ফলে ধানের চারায় স্বাভাবিক শীষ বের হলেও এ পোকার লার্ভা ধানের কান্ডের মধ্যে ডুকে যায়।
- যার ফলে বের হওয়া স্বাভাবিক ধানের শীষ সাদা হয়ে যায়।
- তাছাড়া বেক্টেরিয়াল ব্লাইট রোগ দ্বারা ধানের ফসল আক্রান্ত থাকলে ধানের শীষ সাদা হয়ে যায়।
- মাটিতে পটাসিয়াম এবং নাইট্রোজেনের অভাবের কারনে ধানের শীষ সাদা বের হয়ে থাকে।
- জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয়ে থাকে যার ফলে ধানের শীষ সাদা হয়ে থাকে।
ধানের শীষ সাদা রোগের ঔষধ ।
উপরে আমরা জেনেছি ধানের শীষ সাদা হওয়ার কারণ কি সম্পর্কে। এ রোগটি হলে ফসলের মারাত্মক ক্ষতি সাধন হয়ে থাকে। তাই আমরা জানতে চাই যে ধানের শীষ সাদা রোগের ঔষধ। ধানের শীষ সাদা হওয়ার প্রতিনাশক হিসেবে বেশ কিছু কীটনাশক বা ঔষধ রয়েছে। তবে তার আগে আপনাকে জানতে হবে যে কি কারনে ধানের শীষ সাদা হয়ে থাকে। শীষ সাদা হয় মূলত তিনটি কারনে।
যেমন:
- মাজরা পোকার আক্রমণের কারনে।
- ধানের ব্লাস্ট রোগের কারনে।
- খরা বা সেচের অভাবের ফলে।
আগে আপনাকে বিভিন্ন লক্ষ্মণ দেখে বুঝতে হবে যে কি কারনে ধানের শীষ সাদা বের হচ্ছে। তারপর সে কারন অনুযায়ী আপনাকে ফসলে কীটনাশক প্রয়োগ করতে হবে।
পড়ুন: ধানের শীষ কাটা লেদা পোকা দমন
নিচে এ দুই ধরনের পোকা দমনের কিটনাশক বা ঔষধ এর নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
ধানের শীষ সাদা রোগের ঔষধ গুলো হলো:
- ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) কিটনাশক।
- মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) কিটনাশক।
- কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) কিটনাশক।
- এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) কিটনাশক।
- বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) কিটনাশক।
ধানের ব্লাস্ট রোগের কারনে যদি শীষ সাদা বের হয় তবে নিম্নে উল্লেখিত ঔষধ গুলো ব্যবহার করতে হবে।
- ট্রপার ৭৫ ডব্লিউ পি ( Trooper 75 WP ) কীটনাশক।
- নাটিভো ৭৫ ডব্লিউ জি ( Nativo 75 WG ) কীটনাশক।
- ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ( Blastin 75 WDG ) কীটনাশক।
- ফিলিয়া ৫২৫ এস ই ( Filia 525 SE ) কীটনাশক।
- স্ট্রমিন ৭৫ ডব্লিউ জি ( Stromin 75 WG ) কীটনাশক।
এই ঔষধ গুলোর যেকোনো একটি প্রয়োগ করলে ধানের ব্লাস্ট রোগ খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিরোধ হবে। তাছাড়া খরা বা সেচের অভাবের ফলে যদি ধানের শীষ সাদা বের হয় তবে দ্রুত জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। ধানে মাজরা পোকার আক্রমণের ফলে শীষ সাদা বের হলে যে যে ঔষধ প্রয়োগ করতে হবে।
ধানের শীষ সাদা রোগের ঔষধ এর দাম।
এতোক্ষণ আমরা জেনেছি ধানের শীষ সাদা হওয়ার কারণ কি এবং ধানের শীষ সাদা রোগের ঔষধ এর নাম। এখন আমরা জানবো ধানের শীষ সাদা রোগের ঔষধ এর দাম।
উল্লেখিত ঔষধ গুলোর মূল্য নিচে উল্লেখ করা হলো :
- ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) কিটনাশক : ডিসপেল ৪৮ ই সি ৫০ মি লি এর মূল্য ৮১ টাকা এবং ১০০ মি লি এর মূল্য ১৫৫ টাকা।
- মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) কিটনাশক : মর্টার ৪৮ ই সি ১০০ মি লি এর মূল্য ১৪০ টাকা এবং ৪০০ মি লি এর মূল্য ৫৫০ টাকা।
- কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) কিটনাশক : কার্টাপ্রিড ৯৫ এস পি এর মূল্য ১০ গ্রাম ৭০ টাকা, ৫০ গ্রাম ৩৫০ টাকা এবং ১০০ গ্রাম ৭০০ টাকা।
- এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) কিটনাশক : এসিপ্রিড প্লাস ৯৫ এস পি এর মূল্য ৫০ গ্রাম ১১০ টাকা এবং ১০০ গ্রাম ২০০ টাকা।
- বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) কিটনাশক : বাতির ৯৫ এস পি এর মূল্য ৫০ গ্রাম ১৪০ টাকা এবং ১০০ গ্রাম ২৮০ টাকা।
- ট্রপার ৭৫ ডব্লিউ পি ( Trooper 75 WP ) কীটনাশক : ট্রপার ৭৫ ডব্লিউ পি এর মূল্য ৫০ গ্রাম ৩০০ টাকা এবং ১০০ গ্রাম ৫৯০ টাকা।
- নাটিভো ৭৫ ডব্লিউ জি ( Nativo 75 WG ) কীটনাশক : নাটিভো ৭৫ ডব্লিউ জি এর মূল্য ৫০ গ্রাম ৫৫০ টাকা এবং ১০০ গ্রাম ১০৮০ টাকা।
- ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ( Blastin 75 WDG ) কীটনাশক : ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি এর মূল্য ৪০ গ্রাম ৩৬০ টাকা এবং ১০০ গ্রাম ৮০০ টাকা।
- ফিলিয়া ৫২৫ এস ই ( Filia 525 SE ) কীটনাশক : ফিলিয়া ৫২৫ এস ই এর মূল্য ৫০ মি লি এর মূল্য ১৩০ টাকা, ১০০ মি লি ২৫০ টাকা এবং ৫০০ মি লি এর মূল্য ১২০০ টাকা।
- স্ট্রমিন ৭৫ ডব্লিউ জি ( Stromin 75 WG ) কীটনাশক : স্ট্রমিন ৭৫ ডব্লিউ জি এর মূল্য ১০ গ্রাম ৬০ টাকা এবং ১০০ গ্রাম ৬০০ টাকা।
স্থান এবং সময় বেধে ঔষধ গুলোর মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।
ধানের শীষ সাদা রোগের ঔষধ এর ব্যবহার বিধি।
উপরে আমরা জেনেছি ধানের শীষ সাদা হওয়ার কারণ কি এবং ধানের শীষ সাদা রোগের ঔষধ এর নাম ও দাম সম্পর্কে । এখন আমরা জানবো ধানের শীষ সাদা রোগের ঔষধ এর ব্যবহার বিধি। উল্লেখিত ঔষধ গুলো সঠিকভাবে প্রয়োগ না করলে ধানের শীষ সাদা রোগের প্রতিকার পাওয়া যাবে।
তাই আশানুরূপ ফলাফল পেতে এ ঔষধ গুলো সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে যে উল্লেখিত সব গুলো কীটনাশক বিকেলে প্রয়োগ করতে হবে।
উল্লেখিত ঔষধ গুলোর ব্যবহার বিধি নিচে উল্লেখ করা হলো :
- ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) : ডিসপেল ৪৮ ই সি প্রতি ১০ লিটার পানির সাথে ৩ গ্রাম প্রয়োগ করতে হবে।
- মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) : মর্টার ৪৮ ই সি প্রতি ১ লিটার পানির সাথে ২ মি লি প্রয়োগ করতে হবে।
- কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) : কার্টাপ্রিড ৯৫ এস পি প্রতি ১০ লিটার পানির সাথে ১০ গ্রাম প্রয়োগ করতে হবে।
- এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) : এসিপ্রিড প্লাস ৯৫ এস পি প্রতি ১০ লিটার পানির সাথে ৩ গ্রাম প্রয়োগ করতে হবে।
- বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) : বাতির ৯৫ এস পি এটি ১ বিঘাতে ৫০ গ্রাম প্রয়োগ করতে হবে।
- ট্রপার ৭৫ ডব্লিউ পি ( Trooper 75 WP ) : ট্রপার ৭৫ ডব্লিউ পি প্রতি ১০ লিটার পানির সাথে ৮ গ্রাম প্রয়োগ করতে হবে।
- নাটিভো ৭৫ ডব্লিউ জি ( Nativo 75 WG ) : নাটিভো ৭৫ ডব্লিউ জি প্রতি ১০ লিটার পানির সাথে ৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
- ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি ( Blastin 75 WDG ) : ব্লাস্টিন ৭৫ ডব্লিউ ডি জি প্রতি ১০ লিটার পানির সাথে ৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
- ফিলিয়া ৫২৫ এস ই ( Filia 525 SE ) : ফিলিয়া ৫২৫ এস ই প্রতি ১ লিটার পানির সাথে ২ মি লি প্রয়োগ করতে হবে।
- স্ট্রমিন ৭৫ ডব্লিউ জি ( Stromin 75 WG ) : স্ট্রমিন ৭৫ ডব্লিউ জি প্রতি ১ লিটার পানির সাথে ৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
ধানের শীষ কালো হওয়ার কারণ ।
ধানের শীষ কালো হওয়া এটি মূলত একটি ছত্রাকজনিত একটি রোগ যা ফসলের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। তাই আমরা জানতে চাই যে ধানের শীষ কালো হওয়ার কারন এবং ধানের শীষ সাদা হওয়ার কারণ কি এ সম্পর্কে। ধানের শীষ কালো হওয়ার বেশ অনেক গুলো কারণ রয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হলো:
- সার্কোস্পোরা ওরাইজা নামে এক প্রজাতির ফাংগাস রয়েছে যারা মূলত ধান গাছে আক্রমণ করে থাকে।
- এরা আক্রমণের কিছুদিন পরে ধানের শীষে কালো দাগ তৈরি করে থাকে।
- এই থেকে মূলত ধানের চারাগাছে ব্লাস্ট তৈরি করে।
- যার কারনে ধানের ব্লাস্ট রোগের কারনে ধানের শীষ কালো হয়ে থাকে।
- ব্ল্যাক স্টেম নামের এক ধরনের কালো ছত্রাকের আক্রমণের ফলে ধানের শীষ কালো হয়ে থাকে।
- জমিতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পৌঁছালে ধানের শীষ কালো হয়ে থাকে।
- বাতাস চলাচল করতে না পারলে ধানের শীষ কালো হয়ে থাকে ইত্যাদি।