ধানের শীষ কাটা লেদা পোকা দমন কিভাবে করবো ?

যারা ধান চাষ বা অন্যান্য মাঠ ফসল জাতীয় চাষাবাদ করে থাকেন তাদের কাছে অতি পরিচিত একটি নাম লেদা পোকা। এ পোকাকে মূলত ধানের শীষ কাটা লোা পোকা বলা হয়ে থাকে। এ পোকা ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এ পোকা ধানের শীষে আক্রমণ করে শীষ কেটে ফেলে দেয়। তাই যাদের ফসলে এ পোকার আক্রমণ হয়েছে তারা ধানের শীষ কাটা লেদা পোকা দমন সম্পর্কে জানতে চান।

ধানের শীষ কাটা লেদা পোকা দমন ।

লেদা পোকা যা সাধারনত শুকনা জমিতে সবচেয়ে বেশি আক্রমন করে থাকে। ধানের শীষ কাটা লেদা পোকা ধানের ফসলে আক্রমণ করলে যথা সময়ে এ পোকার ব্যবস্থা গ্রহ না করলে এটি ধানের মারাত্মক ক্ষতি সাধন করে। এটি আক্রমণের চরম পর্যায়ে পৌছালে ধানের চারাগাছ সম্পূর্ণ খেয়ে ফেলে।

তাই ফসলে এ পোকা আক্রমণ করলে কৃষকরা ধানের শীষ কাটা লেদা পোকা দমন করতে নানা পদ্ধতি এবং কীটনাশক প্রয়োগ করে থাকেন। তবে চাষের শুরুতে যথাযথ ব্যবস্থা গ্রহন করে চাষ করলে এ পোকার আক্রমণ অনেকটাই কমিয়ে আনা যায়।

লেদা পোকা দমনে যে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন তা উল্লেখ করা হলো:

  • ধানের বীজতলায় বীজ বপনের সময় পোকা সহিষ্ণু জাতের বীজ বপন করুন।
  • ধানের চারাগাছ যে জমিতে রোপন করবেন সে জমির মথের উপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।
  • ভালো করে জমির মধ্যের এবং আশেপাশের সকল আগাছা দমন করতে হবে।
  • এ পোকা সবচেয়ে বেশি শুকনা জমির ফসলে বেশি আক্রমণ করে থাকে।
  • তাই ধানের ফসলে এ পোকা আক্রমণ করলে জমিতে সেচ দিতে হবে।
  • যদি ধান পাকা শুরু করে এবং সে সময়ে লেদা পোকা আক্রমণ করে তাহলে একটি বাঁশ দিয়ে ধানের চারাগাছকে হেলিয়ে দিন।
  • ফসলের জমিতে পাখি বসার ব্যবস্থা করে দিতে হবে।
  • যেমন বিভিন্ন ডালপালা পুতে দিতে হবে এতে করে পাখি এ পোকা খেয়ে আপনার ধানের ফসলকে অনেকটা রক্ করবে।
  • যদি ধান পাকার সময় এ পোকার আক্রমণ হয় আর ধান যদি ৭৫/৮০% পেকে যায় তাহলে ফসল কেটে ফেলুন।

ফসল কাটার পরে লেদা পোকা দ্বারা আক্রান্ত জমির নারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিন।

লেদা পোকা দমনের কীটনাশক।

পোকা একবার ফসলে আক্রমণ করলে এবং এর কোনো ব্যবস্থা গ্রহন না করলে এটি ফসলের প্রায় এক তৃতীয়াংশ খেয়ে ফেলে। তাই আমরা জানতে চাই যে ধানের শীষ কাটা লেদা পোকা দমন এবং লেদা পোকা দমনের কীটনাশক সম্পর্কে। নিচে লেদা পোকা দমনের কীটনাশক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

লেদা পোকা দমনের সবচেয়ে কার্যকরী কীটনাশক গুলো হলো:

  1. ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC ) কীটনাশক।
  2. গোলা ৪৮ ই সি ( Gola 48 EC ) কীটনাশক।
  3. এসিমিক্স ৫৫ ই সি ( AC mix 55 EC ) কীটনাশক।
  4. ব্রিফার ৫ জি ( Brifur 5G ) কীটনাশক।
  5. প্রোফেক্স সুপার ( Profex Super ) কীটনাশক।
  6. পলিট্রিন সি ৪৪ ই সি ( Polytrin C 44 EC ) কীটনাশক।
  7. রকেট ৪৪ ই সি (Roket 44 EC ) কীটনাশক।
  8. সবিক্রন ৪২৫ ই সি ( Shobicron 425 EC ) কীটনাশক।
  9. ভিটাব্রিল ৮৫ ডব্লিউ পি ( Vitabril 85 WP ) কীটনাশক।
  10. আশাব্যান ৪৮ ই সি ( Asabaen 48 EC ) কীটনাশক।
  11. সেতারা ৫৫০ ই সি ( Setara 550 EC ) কীটনাশক।

এই কীটনাশক গুলো আপনারা যেকোনো জায়গায় পেয়ে যাবে। এই ঔষধ গুলো লেদা পোকা দমনে অধিক কার্যকরী।

লেদা পোকা দমনের কীটনাশক এর মূল্য।

উপরে আমরা জেনেছি ধানের শীষ কাটা পোকা দমন এবং লেদা পোকা দমনের কীটনাশক এর নাম। এখন আমরা জানবো উল্লেখিত কীটনাশক গুলোর মূল্য সম্পর্কে।

কিটনাশক গুলোর মূল্য নিচে উল্লেখ করা হলো:

  • ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC ) : ফাইটার ২.৫ ই সি কীটনাশক ৫০ মি লি এর মূল্য ৮০ টাকা, ১০০ মি লি ১৫০ টাকা এবং ৫০০ মি লি ৪৬০ টাকা।
  • গোলা ৪৮ ই সি ( Gola 48 EC ) : গোলা ৪৮ ই সি কীটনাশক ৫০ মি লি এর মূল্য ৮৫ টাকা, ১০০ মি লি ১৬০ টাকা এবং ৪০০ মি লি ৫৪০ টাকা।
  • এসিমিক্স ৫৫ ই সি ( AC mix 55 EC ) : এসিমিক্স ৫৫ ই সি কীটনাশক ৫০ মি লি এর মূল্য ৯১ টাকা, ১০০ মি লি ১৭০ টাকা এবং ৫০০ মি লি ৭৭৫ টাকা।
  • ব্রিফার ৫ জি ( Brifur 5G ) : ব্রিফার ৫ জি কীটনাশক ৫০০ গ্রাম ১২০ টাকা, ১ কেজি ২২০ টাকা এবং ২ কেজি ৪৩০ টাকা।
  • প্রোফেক্স সুপার ( Profex Super ) : প্রোফেক্স সুপার কীটনাশক ২৫০ মি লি ৩২০ টাকা।
  • পলিট্রিন সি ৪৪ ই সি ( Polytrin C 44 EC ) : পলিট্রিন সি ৪৪ ই সি কীটনাশক ১ লিটার ১৩০০ টাকা।
  • রকেট ৪৪ ই সি (Roket 44 EC ) : রকেট ৪৪ ই সি কীটনাশক ৫০০ মি লি ৬০০ টাকা।
  • সবিক্রন ৪২৫ ই সি ( Shobicron 425 EC ) : সবিক্রন ৪২৫ ই সি কীটনাশক ৫০ মি লি ১৩০ টাকা, ১০০ মি লি ২৪০ টাকা এবং ৫০০ মি লি ১১০০ টাকা।
  • ভিটাব্রিল ৮৫ ডব্লিউ পি ( Vitabril 85 WP ) : ভিটাব্রিল ৮৫ ডব্লিউ পি কীটনাশক ১০০ গ্রাম ১৬০ টাকা এবং ৫০০ গ্রাম ৮০০ টাকা।
  • আশাব্যান ৪৮ ই সি ( Asabaen 48 EC ) : আশাব্যান ৪৮ ই সি কীটনাশক ১০০ মিলি ১৪০ টাকা এবং ৫০০ মিলি ৭০০ টাকা।
  • সেতারা ৫৫০ ই সি ( Setara 550 EC ) : সেতারা ৫৫০ ই সি কীটনাশক ৫০ মিলি ২১৫ টাকা এবং ১০০ মিলি ৪২০ টাকা।

ভুট্টার লেদা পোকা দমন।

উপরে আমরা আলোচনা করেছি ধানের শীষ কাটা পোকা দমন এর ঔষধ এবং এর দাম সম্পর্কে। এখন আমরা জানবো ভুট্টার লেদা পোকা দমন সম্পর্কে। ভুট্টা চাষ করলে ভুট্টা ক্ষেতে নানা ধরনের পোকা আক্রমণ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো লেদা পোকার আক্রমণ।

পড়ুন: ধানের শীষ কাটা পোকার ঔষধ এর নাম।

এ পোকা ভুট্টা ক্ষেতে আক্রমণ করলে ধানের ফসলের মতোই ভুট্টা গাছের পাতায় আক্রমণ করে থাকে। ভুট্টা ক্ষেতে লেদা পোকা আক্রমণের লক্ষণ। ভুট্টা ক্ষেতে লেদা পোকা আক্রমণ করলে বিভিন্ন লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখে বুঝতে হবে যে ভুট্টা ক্ষেতে লেদা পোকা আক্রমণ করেছে।

ভুট্টা ক্ষেতে লেদা পোকা আক্রমণের লক্ষণ গুলো হলো :

  • প্রথমত লেদা পোকা ভুট্টা ক্ষেতে আক্রমণ করলে এই পোকার বিছা ভুট্টা চারাগাছের পাতা এবং গোড়া খেতে শুরু করে।
  • এর পর লেদা পোকা ভুট্টা গাছের কচি শাখ গজানো পাতা খেতে শুরু করে।
  • ভুট্টা গাছের পাতায় গোল গোল ছিদ্র তৈরি হয়ে যায়।
  • এক পর্যায়ে সম্পূর্ণ পাতা বাদামী বর্ণের হয়ে মরে যায়।
  • লেদা পোকা ভুট্টা গাছের পাতার শেষ প্রান্ত বা ধার খেয়ে পাতাকে করাতের ন্যায় আকার করে ফেলে।
  • ভুট্টা ক্ষেতে এরা সাধারণত দল বেধে আক্রমণ করে যার ফলে খুব দ্রুত সময়ে ভুট্টার গাছ গুলো মরে যেতে শুরু করে।
  • ভুট্টা ক্ষেতে এ লক্ষণ গুলো প্রকাশ পেলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভুট্টা ক্ষেতে লেদা পোকা আক্রমণ করেছে।

সে সময়ে ব্যবস্থা গ্রহন এবং সঠিক ঔষধ বা কীটনাশক প্রয়োগ করলে এ পোকা দমন করতে হবে।

ভুট্টা ক্ষেতে লেদা পোকা দমনের ঔষধ এর নাম।

ভুট্টার ক্ষেতে লেদা পোকা আক্রমণ করলে তা দমনের জন্য যথা সময়ে ব্যবস্থা গ্রহন করতে হবে। ভুট্টা ক্ষেতে লেদা পোকা দমনের জন্য বেশ কিছু কীটনাশক বা ঔষধ পাওয়া যায় তা প্রয়োগের মাধ্যমে এ পোকা দমন করতে হবে।

ভুট্টা ক্ষেতে লেদা পোকা দমনের ঔষধ এর নাম নিচে উল্লেখ করা হলো :

  1. ক্যারাটে ২.৫ ই সি ( Karate 2.5 EC ) কিটনাশক।
  2. ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC ) কিটনাশক।
  3. সিয়েনা ৬ ডাব্লিউ জি ( Sienna 6 WG ) কিটনাশক।
  4. সাকসেস ২.৫ এস সি ( Success 2.5 SC ) কিটনাশক।
  5. মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) কিটনাশক।
  6. নাইট্রো ৫০৫ ই সি ( Nitro 505 EC ) কিটনাশক।
  7. ট্রেসার ৪৫ এস সি ( Treasure 45 SC ) কিটনাশক।
  8. বারুদ ৫ ডাব্লিউ ডি জি ( Barud 5 DG ) কিটনাশক।
  9. ভেনম ২৫ ডাব্লিউ ডি জি ( Venom 25 WDG ) কিটনাশক।
  10. ফুলটাইম ৫০ ডাব্লিউ ডি জি ( Full Time 50 WDG ) কিটনাশক।
  11. নেমা ৫০ এস সি ( Nema 50 SC ) কিটনাশক।
  12. সানটাপ ৫০ এস পি ( Suntap 50 SP ) কিটনাশক।
  13. কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) কিটনাশক।
  14. রীভা ২.৫ ই সি ( Riva 2.5 EC ) কিটনাশক।

ধানের শীষ কাটা লেদা পোকা দমন এর জন্য এই ঔষধ গুলোর যেকোনো একটি প্রয়োগ করলে কয়েক দিনের ভুট্টা ক্ষেতের লেদা পোকা দমন হবে।

ভুট্টার লেদা পোকা দমনের ঔষধের মূল্য এবং ব্যবহার বিধি ।

উপরে আমরা জেনেছি ভুট্টা ক্ষেতে লেদা পোকা দমনের ঔষধ এর নাম এবং ধানের শীষ কাটা লেদা পোকা দমন সম্পর্কে। এখন আমরা জানবো উল্লেখিত ঔষধ গুলোর মূল্য সম্পর্কে।

উল্লেখিত ভুট্টার লেদা পোকা দমনের ঔষধের মূল্য নিচে উল্লেখ করা হলো :

ক্যারাটে ২.৫ ই সি ( Karate 2.5 EC )

  • এটি ১ লিটার পানিতে ১ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ৫০ মি লি ৮০ টাকা।
  • ১০০ মি লি ১৫০ টাকা ।
  • ৫০০ মি লি ৬৪০ টাকা।

ফাইটার ২.৫ ই সি ( Fighter 2.5 EC )

  • ফাইটার ২.৫ ই সি ১ লিটার পানিতে ১ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ৫০ মি লি ৮০ টাকা।
  • ১০০ মি লি ১৫০ টাকা।
  • ৫০০ মি লি ৪৭০ টাকা।

সিয়েনা ৬ ডাব্লিউ জি ( Sienna 6 WG )

  • সিয়েনা ৬ ডাব্লিউ জি ১০ লিটার পানিতে ৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০ গ্রাম ৪০ টাকা।
  • ৫০ গ্রাম ১৯০ টাকা।
  • ১০০ গ্রাম ৩৮০ টাকা।

সাকসেস ২.৫ এস সি ( Success 2.5 SC )

  • সাকসেস ২.৫ এস সি ১০ লিটার পানিতে ১৫ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ২৫ মি লি ১২০ টাকা।
  • ৫০ মি লি ২৪০ টাকা।
  • ১০০ মি লি ৪৭০ টাকা।

মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC )

  • মর্টার ৪৮ ই সি ১ লিটার পানিতে ১ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০০ মি লি ১৪০ টাকা।
  • ২৫০ মি লি ৩৮০ টাকা।
  • ৫০০ মি লি ৭৫০ টাকা।

ধানের শীষ কাটা লেদা পোকা দমন ।

নাইট্রো ৫০৫ ই সি ( Nitro 505 EC )

  • নাইট্রো ৫০৫ ই সি ১০ লিটার পানিতে ১০ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০০ মি লি ১৮০ টাকা।
  • ২৫০ মি লি ৪৫০ টাকা।
  • ৫০০ মি লি ৯০০ টাকা।

ট্রেসার ৪৫ এস সি ( Treasure 45 SC )

  • ট্রেসার ৪৫ এস সি ১০ লিটার পানিতে ৪ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ৭ মি লি ১৭০ টাকা।
  • ২৫ মি লি ৫৯৫ টাকা।
  • ৭৫ মি লি ১৭৮০ টাকা।

বারুদ ৫ ডাব্লিউ ডি জি ( Barud 5 DG )

  • বারুদ ৫ ডাব্লিউ ডি জি ১ লিটার পানিতে ১ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০ গ্রাম ৩০ টাকা।
  • ৫০ গ্রাম ১৫০ টাকা।
  • ১০০ গ্রাম ২৯০ টাকা।

ভেনম ২৫ ডাব্লিউ ডি জি ( Venom 25 WDG )

  • ভেনম ২৫ ডাব্লিউ ডি জি ১ লিটার পানিতে ১ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০ গ্রাম ৪৫ টাকা।
  • ৫০ গ্রাম ২২০ টাকা।
  • ১০০ গ্রাম ৪৪০ টাকা।

ফুলটাইম ৫০ ডাব্লিউ ডি জি ( Full Time 50 WDG )

  • ফুলটাইম ৫০ ডাব্লিউ ডি জি ১০ লিটার পানিতে ৩ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০ গ্রাম ১৭৮ টাকা।
  • ৫০ গ্রাম ৮৯০ টাকা।
  • ১০০ গ্রাম ১৭৮০ টাকা।

নেমা ৫০ এস সি ( Nema 50 SC )

  • নেমা ৫০ এস সি ১০ লিটার পানিতে ৪ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০০ মি লি ১৮০ টাকা।
  • ২০০ মি লি ৩৫০ টাকা।
  • ৪০০ মি লি ৭০০ টাকা।

সানটাপ ৫০ এস পি ( Suntap 50 SP )

  • সানটাপ ৫০ এস পি প্রতি শতাংশে ৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির ২০০ গ্রামের মূল্য ৭০০ টাকা।

কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP )

  • কার্টাপ্রিড ৯৫ এস পি এটি ১০ লিটার পানিতে ১৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০ গ্রাম ৭০ টাকা।
  • ৫০ গ্রাম ৩৫০ টাকা।
  • ১০০ গ্রাম ৭০০ টাকা।

রীভা ২.৫ ই সি ( Riva 2.5 EC )

  • রীভা ২.৫ ই সি ১ লিটার পানিতে ১.৫ মি লি প্রয়োগ করতে হবে।
  • এটির মূল্য ১০০ মি লি ১২০ টাকা।
  • ৫০০ মি লি ৫৬০ টাকা।

সময় এবং স্থান বেধে উল্লেখিত মূল্যের কিছুটা তারতম্য হতে পারে। ধানের শীষ কাটা লেদা পোকা দমন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top