ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর নাম।

ধানের কারেন্ট পোকা বা বাদামী গাছ ফরিং এটি সাধারণত একটি প্রধান কৃষি কীটপতঙ্গ যা ধানের ফসলের জন্য খুবই ক্ষতিকর একটি পোকা। এই পোকা গুলো ধানের চারাগাছের রশ শোষণ করে ফেলে ফলে গাছের বৃদ্ধি কমে যায়। এ পোকা ফসলে আক্রমণ করলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন করতে হয়। তাই আমরা জানতে চাই যে দ্রুত কার্যকরী ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর নাম সম্পর্কে।

ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ ।

কারেন্ট পোকা বা বাদামী গাছ ফরিং পোকা এটি ধানের ফসলের জন্য অত্যান্ত ক্ষতিকর একটি পোকা। ধানের চারাগাছে এ পোকা আক্রমণ করলে চারাগাছ গুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায়। এরপর চারাগাছ গুলো ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মারা যেতে শুরু করে। বাদামী গাছ ফরিং নানা রকমের ক্ষতিকর ভাইরাসের বাহক।

তাই এ পোকা আক্রমণের ফলে ফসলে বিভিন্ন রকমের ভাইরাস ছড়িয়ে পরে। বাদামী গাছ ফরিং পোকা ধানের পাতা কেটে মুড়িয়ে ফেলে। যার কারনে ধানের চারাগাছের পাতার সবুজ অংশ নষ্ট হয়ে যায়। এ কারনে ধানের ফলন কমে যায়। তাই পোকা দমনের জন্য আমরা জানতে চাই ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর নাম সম্পর্কে।

নিচে সবচেয়ে কার্যকরী ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর নাম উল্লেখ করা হলো:

  1. সাবা ৮০ ডব্লিউ ডি জি ( Saba 80 WDG ) কীটনাশক
  2. পাইমেট্রোজিন ৫০ ডব্লিউ জি ( Pymetrozine 50 WG ) কীটনাশক
  3. কোটান ৫০ ডব্লিউ জি ( Kotan 50 WG ) কীটনাশক
  4. প্লেনাম ৫০ ডব্লিউ জি ( Plenum 50 WG ) কীটনাশক
  5. ডাসবান ২০ ই সি ( Dusban 20 EC ) কীটনাশক
  6. পাইটাফ ৫০ ডব্লিউ ডি জি ( Pytaf 50 WG ) কীটনাশক
  7. এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ) কীটনাশক
  8. পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ( Pyrazine 70 WDG ) কীটনাশক
  9. সপসিন ( Sopcin ) কীটনাশক
  10. মিপসিন ( Mipcin ) কীটনাশক

ফসলে কারেন্ট পোকার আক্রমণ হলে এই ঔষধ গুলোর যেকোনো একটি প্রয়োগ করলে এ পোকা দ্রুত সময়ের মধ্যে দমন হবে এবং ফসলকে রক্ষা করবে।

বাদামী গাছ ফড়িং ক্ষতির লক্ষণ ।

ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ প্রয়োগ করার পূর্বে নিশ্চিত হতে হবে যে ফসলে কারেন্ট পোকা বা বাদামী গাছ ফরিং আক্রমণ করেছে কিনা। ধানের চারাগাছে বাদামী গাছ ফরিং আক্রমণ করলে বেশ কিছু লক্ষণ দেখা যায়। এই লক্ষণ গুলো দেখে বুঝতে হবে যে ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণ করেছে। যে যে লক্ষণ গুলো দেখে বুঝতে হবে যে ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণ করেছে কিনা তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণের লক্ষণ গুলো হলো:

  • ধানের ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণ করলে চারাগাছের আক্রান্ত পাতা ধীরে ধীরে হলদে রংয়ের হয়ে যায়।
  • দূর থেকে মনে হয় চারাগাছটি আগুনে পুড়ে গেছে।
  • বাদামী গাছ ফরিং গাছের গোড়ায় দলবদ্ধ ভাবে থাকে এবং গাছের রস খেতে শুরু করে। এ
  • ক সময় গাছের পুরো রস খেয়ে ফেলে ফলে গাছ মাটির দিকে নেতিয়ে পরে এবং চারাগাছি মারা যায়।
  • বাদামী গাছ ফরিং ধানের চারাগাছের কুশির মধ্যে আক্রমণ করে ফলে চারাগাছের কুশি গুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
  • বাদামী গাছ ফরিং ধানের চারাগাছের পাতার মধ্যাংশ কেটে মুড়িয়ে ফেলে এবং পাতার প্রান্ত গুলো একসঙ্গে যুক্ত হয়ে যয়।
  • যার ফলে চারাগাছের পাতা গুলো টিউবের মতো আকার ধারণ করে থাকে।

ইত্যাদি লক্ষণ গুলো ধানের ফসলে দেখা দিলে আপনাকে বুঝতে হবে যে ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণ করেছে। বাদামী গাছ ফরিংয়ের লক্ষণ বোঝার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর দাম।

এতোক্ষণ আমরা জেনেছি ফসলে বাদামী গাছ ফরিং আক্রমণের লক্ষণ এবং ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ সম্পর্কে। এখন আমরা জানবো ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর দাম সম্পর্কে।

নিচে কারেন্ট পোকা দমনের ঔষধ এর দাম উল্লেখ করা হলো:

  • সাবা ৮০ ডব্লিউ ডি জি ( Saba 80 WDG ): সাবা ৮০ ডব্লিউ ডি জি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ১১০ টাকা, ১০০ গ্রাম ২১৫ টাকা এবং ৫০০ গ্রাম ১১০০ টাকা।
  • পাইমেট্রোজিন ৫০ ডব্লিউ জি ( Pymetrozine 50WG ): পাইমেট্রোজিন ৫০ ডব্লিউ জি কীটনাশক এর মূল্য ১০ গ্রাম ৫০ টাকা, ৫০ গ্রাম ২৫০ টাকা এবং ১০০ গ্রাম ৫০০ টাকা।
  • কোটান ৫০ ডব্লিউ জি ( Kotan 50 WG ): কোটান ৫০ ডব্লিউ জি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ২৫০ টাকা এবং ১০০ গ্রাম ৫০০ টাকা।
  • প্লেনাম ৫০ ডব্লিউ জি ( Plenum 50 WG ): প্লেনাম ৫০ ডব্লিউ জি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ৩০০ টাকা, ১০০ গ্রাম ৫৮০ টাকা এবং ৫০০ গ্রাম ১১০০ টাকা।
  • ডাসবান ২০ ই সি ( Dusban 20 EC ): ডাসবান ২০ ই সি কীটনাশক এর মূল্য ১০০ মিলি ১২০ টাকা, ৫০০ মিলি ৫৮০ টাকা এবং ১ লিটার ১১০০ টাকা।
  • পাইটাফ ৫০ ডব্লিউ ডি জি ( Pytaf 50 WG ): পাইটাফ ৫০ ডব্লিউ ডি জি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ২৫০ টাকা এবং ১২০ গ্রাম ৫২০ টাকা।
  • এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ): এসাটাফ ৭৫ এস পি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ১২৫ টাকা, ১০০ গ্রাম ২৪০ টাকা এবং ৫০০ গ্রাম এর মূল্য ১১৫০ টাকা।
  • পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ( Pyrazine 70 WDG ): পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি কীটনাশক এর মূল্য ২৫ গ্রাম ২০৫ টাকা, ৫০ গ্রাম ৩৮৫ টাকা এবং ১০০ গ্রাম এর মূল্য ৭৩৫ টাকা।
  • সপসিন ( Sopcin ): সপসিন কীটনাশক এর মূল্য এর মূল্য ৫০ গ্রাম ১৪০ টাকা এবং ১০০ গ্রাম ২৮০ টাকা।
  • মিপসিন ( Mipcin ): মিপসিন কীটনাশক এর মূল্য এর মূল্য ৫০ গ্রাম ১৬০ টাকা এবং ১০০ গ্রাম ৩১০ টাকা।

উল্লেখিত মূল্য গুলো স্থান বেধে কিছুটা আলাদা হতে পারে।

ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ এর ব্যবহার বিধি।

উপরে আমরা আলোচনা করেছি ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ সম্পর্কে। এখন তুলে ধরবো এই ঔষধ গুলোর সঠিক ব্যবহার সম্পর্কে।

  • সাবা ৮০ ডব্লিউ ডি জি ( Saba 80 WDG ): সাবা ৮০ ডব্লিউ ডি জি এটি প্রতি ১ লিটার পানি ০.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • পাইমেট্রোজিন ৫০ ডব্লিউ জি ( Pymetrozine 50WG ): পাইমেট্রোজিন ৫০ ডব্লিউ জি এটি প্রতি ১ লিটার পানিতে ১ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • কোটান ৫০ ডব্লিউ জি ( Kotan 50 WG ): কোটান ৫০ ডব্লিউ জি এটি প্রতি ১ লিটার পানিতে ০.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • প্লেনাম ৫০ ডব্লিউ জি ( Plenum 50 WG ): প্লেনাম ৫০ ডব্লিউ জি এটি প্রতি ১ লিটার পানিতে ০.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • ডাসবান ২০ ই সি ( Dusban 20 EC ): ডাসবান ২০ ই সি এটি প্রতি ১ লিটার পানিতে ২ মি লি প্রয়োগ করতে হবে।
  • পাইটাফ ৫০ ডব্লিউ ডি জি ( Pytaf 50 WG ): পাইটাফ ৫০ ডব্লিউ ডি জি এটি প্রতি ১ লিটার পানিতে ০.৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ): এসাটাফ ৭৫ এস পি এটি প্রতি ১ লিটার পানিতে ১.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি ( Pyrazine 70 WDG ): পাইরাজিন ৭০ ডব্লিউ ডি জি এটি প্রতি ১ লিটার পানিতে ০.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • সপসিন ( Sopcin ): সপসিন এটি প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • মিপসিন ( Mipcin ): মিপসিন এটি প্রতি ১ লিটার পানিতে ২.৫/৩ গ্রাম প্রয়োগ করতে হবে।

উল্লেখিত ঔষধ গুলো অবশ্য মাঝারি আবহাওয়ার মধ্যে প্রোগ করতে হবে। এ ঔষধ গুলো প্রয়োগ করার উপযুক্ত সময় হলো বিকেল বেলা।

ধানের ক্ষতিকর পোকার নাম।

ধান চাষ করতে গেলে প্রথমে যে সমস্যার সম্মুখীন হওয়া লাগে তা হলো ধানের বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ। ধানের ফসলে সাধারণত ধানের লেদা পোকা এবং মাজরা পোকা এ দুই ধরনের পোকোর আক্রমণ বেশি হয়ে থাকে। এছাড়া কারেন্ট পোকা বা বাদামী গাছ ফরিং পোকার আক্রমণও বেশ চোখে পড়ার মতো।

পড়ুন: ধানের মাজরা পোকা দমনের কীটনাশক

এ পোকা গুলো ধানের ফসলে একবার আক্রমণ করলে দেখা যায় ধানের ফসল প্রায় এক তৃতীয়াংশ খেয়ে নষ্ট করে ফেলে। যার ফলে ধান চাষিদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এই ফসলে এই পোকা গুলোর আক্রমণ হলে আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি।

কারেন্ট পোকা আক্রমণ করলে ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ ব্যবহার করে থাকি। কিংবা যে ফসলে যে পোকা আক্রমণ করে থাকে সে অনুযায়ী কীটনাশক ব্যবহার করে থাকি। ধানের এ পোকা গুলো ছাড়া আরোও বেশ কিছু ধানের ক্ষতিকর পোকা রয়েছে। তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

ধানের ক্ষতিকর পোকার নাম গুলো হলো:

  1. ধানের লেদা পোকা
  2. ধানের কারেন্ট পোকা
  3. ধানের মাজরা পোকা
  4. ধনের পাতা মোড়ানো পোকা
  5. ধানের পামরী পোকা
  6. ধানের ঘোড়া পোকা
  7. ধানের পাতা মাছি পোকা
  8. ধানের ছাতরা পোকা
  9. ধানের চুংগি পোকা
  10. ধানের শীষ কাটা লেদা পোকা
  11. ধানের থ্রিপস পোকা
  12. ধানের উরচুঙ্গা পোকা
  13. ধানের সবুজ পাতা ফরিং পোকা
  14. ধানের সাদা পিঠ গাছ ফরিং পোকা
  15. ধানের লম্বা শুঁড় উরচুঙ্গা পোকা, ইত্যাদি।

ধানের কারেন্ট পোকা দমনের ঔষধ ।

Leave a Comment