বর্তমান সময়ে ডেঙ্গু জ্বর আমাদের সকলের কাছেই একটি আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছে। পূর্ববর্তী সময়ে ডেঙ্গু জ্বর হলে বিভিন্ন লক্ষণ দেখা যেতো কিন্তু বর্তমানে দেখা যায় ১০০°-১০২° জ্বরেও অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু জ্বর হলে আমাদের নানা রকম সতর্কতা অবলম্বন করতে হয় তার মধ্যে অন্যতম হলো গোসল। ডেঙ্গু জ্বর হলে সতর্কতা অবলম্বন করতে আমরা অনেকেই জানতে চাই ডেঙ্গু জ্বর হলে কি গোসল করা যাবে কিনা ইত্যাদি সম্পর্কে।
ডেঙ্গু জ্বর হলে কি গোসল করা যাবে ?
যদি আপনার জিজ্ঞাসা হয়ে থাকে যে ডেঙ্গু জ্বর হলে কি গোসল করা যাবে কিনা তার উত্তর হলো “হ্যাঁ”। ডেঙ্গু জ্বর হলে গোসল করা যাবে। তবে গোসলের সময় আমাদের বেশ সতর্ক হতে হবে। জ্বর কিংবা যেকোনো রোগ হলে আমাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতে হবে।
তাছাড়া জ্বর হলে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয়ে থাকে, এ অবস্থায় বেশিক্ষণ থাকলে বেশ অস্বস্তি হয়ে থাকে থাকে। ডেঙ্গু জ্বর হলে আমাদের বেশ কয়েকটি নিয়ম মেনে গোসল করা উত্তম।
ডেঙ্গু জ্বর হলে গোসল করার নিয়ম।
উপরে আমরা জেনেছি ডেঙ্গু জ্বর হলে কি গোসল করা যাবে কিনা ইত্যাদি সম্পর্কে। এখন আমরা জানবো ডেঙ্গু জ্বর হলে গোসল করার নিয়ম এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ইত্যাদি সম্পর্কে। চলুন তাহলে জেনে নিই ডেঙ্গু জ্বর হলে গোসল করার নিয়ম গুলো সম্পর্কে।
নিচে ডেঙ্গু জ্বর হলে গোসল করার নিয়ম গুলো উল্লেখ করা হলো:
- ডেঙ্গু জ্বর হলে একেবারে ঠান্ডা পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকতে হবে, হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে।
- গোসল করার সময় জ্বরের তীব্রতা বা জ্বররে কারনে শরীরের তাপমাত্রা বেশি থাকলে কিছুক্ষণ অপেক্ষা করুন শরীরের তাপমাত্রা কিছুটা কম হলে গোসল করুন।
- ডেঙ্গু জ্বর হলে অতিরিক্ত বা লম্বা সময় ধরে গোসল করা করা থেকে বিরত থাকতে হবে, যথা সম্ভব অল্প সময়ের মধ্যে গোসল সম্পূর্ণ করুন।
- আমরা জানি যে ডেঙ্গু জ্বর হলে শরীরে র্যাশ পরে যায় তাই সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, এক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
- ডেঙ্গু জ্বরের সময় জ্বরের তীব্রতা বা শরীরের তাপমাত্রা যদি না কমে তাহলে গোসল করা থেকে বিরত থাকুন, যথাসম্ভব ভিজে তোয়ালে দিয়ে শরীর মুছে নিন।
- ডেঙ্গু জ্বর হলে, যদি শরীর অতিরিক্ত দূর্বল থাকে, মাথা ঘোড়া এবং শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে গোসল করা থেকে বিরত থাকুন।
ডেঙ্গু জ্বর হলে গোসল করার পূর্বে উল্লেখিত নিয়ম গুলো মেনে গোসল করুন এবং সতর্কতা অবলম্বন করুন।
পড়ুনঃ জ্বরের ঔষধের নাম কি