ধানের মাজরা পোকা দমনের কীটনাশক এর নাম।

মাজরা পোকা এটি এ পোকা বিভিন্ন ফসলে আক্রমণ করে ফসলের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। এ পোকা একবার ফসলে আক্রমণ করলে জমির প্রায় অর্ধেক ফসল খেয়ে শেষ করে ফেলে। মাজরা পোকা সাধারণত ধান ক্ষেতে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। তাই ফসলে এ পোকার আক্রমণ প্রতিরোধ করতে আমরা জানতে চাই যে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক সম্পর্কে।

ধানের মাজরা পোকা দমনের কীটনাশক ।

মাজরা পোকা ধানের ফসলের জন্য অত্যান্ত ক্ষতিকারক একটি পোকা। এটি ধান ছাড়াও আরোও বিভিন্ন ফসলের ডালপালা, কাণ্ড ও ফলের ভেতর ছিদ্র করে এবং সেগুলোর মধ্যে প্রবেশ করে ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে। এই মাজরা পোকাগুলো সাধারণত,

  • ধান
  • গম
  • ভূট্টা
  • আখ
  • শাকসবজি
  • ফলের গাছ

এই ফসল গুলোতে আক্রমণ করে করে থাকে । ফসলে মাজরা পোকা আক্রমণ করলে সে ফসলের উৎপাদন অনেকটাই কমে যায়। যার ফলে ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই ফসলে এ পোকা আক্রমণ করলে কৃষক বা চাষিরা দ্রুত এ পোকার আক্রমণ প্রতিরোধ করতে বিভিন্ন ধানের মাজরা পোকা দমনের কীটনাশক ব্যবহার করে থাকে।

পড়ুন: ধানের শীষ সাদা হওয়ার কারণ কি ?

এখানে আমরা তুলে ধরবো ধানে মাজরা পোকা দমনের সবচেয়ে কার্যকরী কীটনাশক গুলো।জমিতে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক পূর্বে আপনাকে কিছু লক্ষণ দেখে বুঝতে হবে যে ফসলে মজরা পোকার আক্রমণ হয়েছে কি না।

ধানের মাজরা পোকার ক্ষতির লক্ষণ

মাজরা পোকা ধানের ফসলের জন্য খুবই ক্ষতিকর একটি পোকা যা ধানের চারাগাছের বিভিন্ন স্তরে স্তরে আক্রমণ করে থাকে। ধানের চারাগাছে মাজরা পোকা আক্রমণ করলে বেশ কিছু লক্ষণ রয়েছে। এবং সে লক্ষণ গুলো দেখে বুঝতে যে ফসলে মাজরা পোকা আক্রমণ করেছে। এরপর জমিতে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক প্রয়োগ করতে হবে।

ধানের মাজরা পোকার ক্ষতির লক্ষণ গুলো হলো:

  • প্রথমত মাজরা পোকা দ্বারা ধানের চারাগাছে আক্রমণ হলে এরা গাছের কান্ডের মধ্যে প্রবেশ করে এবং কান্ড খাওয়া শুরু করে। ধীরে ধীরে এ পোকা ধানের চারাগাছের ডিগ পাতার গোড়া কেটে ফেলে ফলে পাতা নেতিয়ে পরে। একে সাধারণ মরা ডিগ বলা হয়ে থাকে।
  • মাজরা পোকা দ্বারা আক্রান্ত গাছের কাছে এ পোকার লার্ভা, কান্ড এবং পাতা খাওয়ার নিদর্শনসহ এ পোকার মল পাওয়া যায়।
  • চারাগাছে ধান বা শীষ আসার সময় যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে বেশির ভাগ ধানে শীষে চিটা হয়ে থাকে। তাছাড়া এ পোকার আক্রমণ এর ফলে ধানের শীষ সাদা বের হয়ে থাকে।
  • মাজরা পোকার লার্ভা ধানের চারাগাছের মধ্যে এক ধরনের দাগ এবং গর্তের তৈরি করে থাকে তা দেখে বুঝতে হবে যে ফসলে মাজরা পোকা আক্রমণ করেছে।

ধানের মাজরা পোকার প্রতিরোধ মূলক ব্যবস্থা।

এ পোকা আক্রমণের পূর্বে ফসলে বেশ কিছু প্রতিরোধ মূলক ব্যবস্থা বা করনীয় রয়েছে। এই ব্যবস্থা গুলো গ্রহণ করলে ধানের ফসলকে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়।

ফসলে মাজরা পোকা আক্রমণের করনীয় গুলো হলো :

  • ধানের চারা রোপন করার সময় সঠিক দূরত্ব বঝায় রেখে চারা রোপন করতে হবে।
  • চারা রোপনের পূর্বে ভালো করে মাটি পরীক্ষা করে মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে।
  • বীজতলা থেকে চারা উঠানোর সময় দেখতে হবে যে চারা গুলো জমিতে রোপনের সঠিক বয়সের হয়েছে কিনা।
  • চারা রোপনের পরে ধানের ক্ষেতে ডাল পালা পুঁতে দিতে হবে।
  • যার ফলে সেখানে পাখি বসতে পারে এবং পোকার আক্রমণ হলে পাখি তা খেয়ে ফসলকে রক্ষা করে থাকে।

এরপরও যদি ফসলে মাজরা পোকার আক্রমণ হয় তাহলে জমিতে এ পোকা দমনে ধানের মাজরা পোকা দমনের কীটনাশক প্রয়োগ করতে হবে।

ধানের মাজরা পোকা দমনের ঔষধ।

মাজরা পোকার আক্রমণ থেকে ধানের ফসলকে রক্ষা করতে হলে বিভিন্ন কিটনাশক জাতীয় ঔষধ রয়েছে তা প্রয়োগ করতে হবে। নিচে সবচেয়ে কার্যকরী কয়েকটি ধানের মাজরা পোকা দমনের কীটনাশক নিয়ে আলোচনা করা হলো।

ধানের মাজরা পোকা দমনের কীটনাশক গুলো হলো:

  1. ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) কিটনাশক।
  2. মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) কিটনাশক।
  3. কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) কিটনাশক।
  4. এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) কিটনাশক।
  5. বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) কিটনাশক।
  6. কারটাফ ৫০ এস পি ( Cartaf 50 SP ) কিটনাশক।
  7. এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ) কিটনাশক।

উল্লেখিত ঔষধ গুলোর যেকোন একটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ধানের মাজরা পোকা খুব সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে দমন করা যায়।

ধানের মাজরা পোকা দমনের ঔষধ এর দাম।

এতোক্ষণ আমরা জেনেছি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী কয়েকটি ধানের মাজরা পোকা দমনের কীটনাশক এর নাম সম্পর্কে। এখন আমরা জানবো ধানের মাজরা পোকা দমনের ঔষধ এর দাম।

উল্লেখিত ধানের মাজরা পোকা দমনের ঔষধ এর দাম উল্লেখ করা হলো :

  • ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) : ডিসপেল ৪৮ ই সি কিটনাশক প্রতি ৫০ মি লি এর মূল্য ৮১ টাকা এবং ১০০ মি লি এর মূল্য ১৫৫ টাকা।
  • মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) : মর্টার ৪৮ ই সি কীটনাশক প্রতি ১০০ মি লি এর মূল্য ১৪০ টাকা এবং ৪০০ মি লি এর মূল্য ৫৫০ টাকা।
  • কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) : কার্টাপ্রিড ৯৫ এস পি কীটনাশক এর মূল্য ১০ গ্রাম ৭০ টাকা, ৫০ গ্রাম ৩৫০ টাকা এবং ১০০ গ্রাম ৭০০ টাকা।
  • এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) : এসিপ্রিড প্লাস কীটনাশক প্রতি ৯৫ এস পি এর মূল্য ৫০ গ্রাম ১১০ টাকা এবং ১০০ গ্রাম ২০০ টাকা।
  • বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) : বাতির ৯৫ এস পি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ১৪০ টাকা এবং ১০০ গ্রাম ২৮০ টাকা।
  • মিমটাপ ৫০ এস পি ( Mim 50 SP ) : মিমটাপ ৫০ এস পি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ৬৮ টাকা এবং ১০০ গ্রাম ১৩০ টাকা।
  • এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ) : এসাটাফ ৭৫ এস পি কীটনাশক এর মূল্য ৫০ গ্রাম ৬5 টাকা এবং ১০০ গ্রাম ১২০ টাকা।

স্থান এবং সময় বেধে উল্লেখিত ঔষধ গুলোর মূল্যের কিছুটা তারতম্য হতে পারে।

ধানের মাজরা পোকা দমনের ঔষধ এর ব্যবহার বিধি।

উপরে উল্লেখিত প্রতিটি ঔষধ ধানের ক্ষেতে বিকেলে প্রয়োগ করতে হবে। এ ধানের মাজরা পোকা দমনের কীটনাশক গুলো সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে ফসলের মাজরা পোকা পুরোপুরি দমন করতে হবে।

ধানের মাজরা পোকা দমনের ঔষধ এর ব্যবহার বিধি নিচে উল্লেখ করা হলো :

  • ডিসপেল ৪৮ ই সি ( Dispel 48 EC ) : ডিসপেল ৪৮ ই সি এই কীটনাশকটি প্রতি ১০ লিটার পানির সাথে ৩ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • মর্টার ৪৮ ই সি ( Morter 48 EC ) : মর্টার ৪৮ ই সি এই কীটনাশকটি প্রতি ১ লিটার পানির সাথে ২ মি লি প্রয়োগ করতে হবে।
  • কার্টাপ্রিড ৯৫ এস পি ( Cartaprid 95 SP ) : কার্টাপ্রিড ৯৫ এস পি এই কীটনাশকটি প্রতি ১০ লিটার পানির সাথে ১০ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এসিপ্রিড প্লাস ৯৫ এস পি ( Aciprid Plus 95 SP ) : এসিপ্রিড প্লাস ৯৫ এস পি এই কীটনাশকটি প্রতি ১০ লিটার পানির সাথে ৩ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • বাতির ৯৫ এস পি ( Batir 95 SP ) : বাতির ৯৫ এস পি এই কীটনাশকটি ১ বিঘাতে ৫০ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • মিমটাপ ৫০ এস পি ( Mim 50 SP ) : মিমটাপ ৫০ এস পি এই কীটনাশকটি প্রতি ১ লিটার পানির সাথে ১.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • এসাটাফ ৭৫ এস পি ( Asataf 75 SP ) : এসাটাফ ৭৫ এস পি এই কীটনাশকটি প্রতি ১ লিটার পানির সাথে ১.৫ গ্রাম প্রয়োগ করতে হবে।

ধানের পোকার নাম।

উপরে আমরা আলোচনা করেছি ধানের মাজরা পোকা দমনের কীটনাশক নিয়ে এখন আমরা জানবো ধান ক্ষেতে কোন কোন পোকা আক্রমণ করে থাকে। ধান চাষ করতে গেলে প্রথমত যে সমস্যা গুলো হয়ে থাকে তার মধ্যে প্রধান সমস্যা হলো ধানের ফসলে পোকার আক্রমণ।

এই পোকা গুলো ধানের চারাগাছের বিভিন্ন স্তরে স্তরে আক্রমণ করে থাকে যার ফলে কিছুদিনের মধ্যে চারাগাছ মাটিতে নেতিয়ে পরে।এ পোকা গুলো ধানের কান্ড, পাতা, শীষ এবং ধানের মধ্যে সরাসরি আক্রমণ করতে সক্ষম।

এ পোকা ধানের ফসলে আক্রমণের ফলে পুরো ফসলের গুনগত মান নষ্ট করে ফেলে। এ পোকা ধানের ফসলে আক্রমণ করলে যদি সঠিক সময়ে এর প্রতিরোধনমূলক ব্যবস্থা গ্রহন না করা হয় তবে অধিকাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়ে পরে।

ধানের প্রধান পোকা গুলোর নাম নিচে উল্লেখ করা হলো :

  1. ধানের লেদা পোকা ( Spodoptera Frugiperda )
  2. ধানের মাজরা পোকা ( Stem Borer )
  3. ধানের পামরি পোকা ( Rice Hispa )
  4. ধানের গন্ধি পোকা ( Rice Stink Bug )
  5. ধানের পাতামোড়ানো পোকা ( Rice Leaf Folder )
  6. ধানের থ্রিপস ( Rice thrips )
  7. ধানের পাতা খেকো পোকা ( Rice Caseworm )
  8. ধানের বাদামী গাছ ফড়িং ( Brown Planthopper )
  9. ধানের হলুদ গাছ ফড়িং ( Yellow Stem Borer )

এই পোকা গুলো ধানের ফসলে সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে। যার ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top